জ্যোতিষশাস্ত্রে ২০২৬ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি বছর ইতিবাচকতার বছর হিসেবে গণ্য করেছেন জ্যোতিষীরা। বিশেষ করে কয়েকটি রাশির জীবনে সুখ এবং সাফল্যের ঢেউ আসতে পারে।
2
9
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহ-নক্ষত্রের অবস্থান মানুষের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। কাজ, অর্থ, সম্পর্ক থেকে শুরু করে ব্যক্তিগত জীবন- সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ে বলে প্রচলিত বিশ্বাস।
3
9
২০২৬ সালে বৃহস্পতির সিংহ রাশিতে গোচর এবং শনি-নেপচুনের অনুকূল অবস্থানের কারণে কয়েকটি রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
4
9
জ্যোতিষ বিশ্লেষণে বলা হয়েছে, কিছু রাশি এমন রয়েছে যাদের জীবনে এই সময়টা অত্যন্ত শুভ। এই রাশিগুলোকে বলা হয়েছে ‘ক্লিয়ার উইনার’ বা স্পষ্ট বিজয়ী।
5
9
তাহলে দেখে নেওয়া যাক, চলতি বছরে কোন কোন রাশির জাতকরা সাফল্যের পথে এগিয়ে থাকবেন।
6
9
বৃষঃ বৃষ রাশির জাতকরা ধৈর্যশীল এবং বাস্তববাদী। জ্যোতিষ মতে, তাঁদের এই গুণগুলিই সাফল্যের প্রধান অস্ত্র হয়ে উঠবে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল পেতে পারেন। চাকরি বা ব্যবসায় স্থির অগ্রগতি দেখা যাবে। আর্থিক অবস্থার উন্নতির পাশাপাশি পারিবারিক জীবনেও শান্তি ফিরতে পারে। নতুন কোনও বিনিয়োগ বা পরিকল্পনায় লাভের যোগ রয়েছে।
7
9
সিংহঃ সিংহ রাশির জাতকদের জন্য সময়টা খুবই অনুকূল। এই রাশির মানুষ স্বভাবতই আত্মবিশ্বাসী এবং নেতৃত্ব দিতে ভালবাসেন। জ্যোতিষ মতে, গ্রহের শুভ প্রভাবে তাঁদের কাজের জায়গায় সাফল্য আসতে পারে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা নিজের প্রতিভা দীর্ঘদিন ধরে দেখানোর সুযোগ পাননি, এই সময় তাঁরা সামনে আসতে পারবেন।
8
9
কন্যাঃ কন্যা রাশির জাতকরা খুবই পরিশ্রমী এবং হিসেবি। তাঁরা পরিকল্পনা করে কাজ করতে ভালবাসেন। জ্যোতিষ মতে, এই সময় তাঁদের বুদ্ধি ও বিশ্লেষণ ক্ষমতা বড় সাফল্য এনে দিতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও তার ভাল ফল মিলবে। অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সময়টা অনুকূল। স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
9
9
ধনুঃ ধনু রাশির মানুষ সাধারণত আশাবাদী ও সাহসী হন। নতুন কিছু শুরু করার আগ্রহ তাঁদের মধ্যে সবসময়ই থাকে। জ্যোতিষশাস্ত্র বলছে, এই সময় ধনু রাশির জাতকরা নতুন সুযোগ পেতে পারেন। পড়াশোনা বা চাকরি সূত্রে বিদেশ যাওয়ার যোগ রয়েছে।