পেট্রল পাম্পে তেল কিনতে গিয়ে কখনও না কখনও তো মনে হয়েছে যে, বিশ্ব বাজারে তেল এত সস্তা হলেও আপনাকে ১০০ লিটার পেট্রল কেন কিনতে হচ্ছে?
2
9
বিশ্ববাজারে এখন এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৬৫ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ছয় হাজার টাকা)। এর ফলে আপনার মনে প্রশ্নটি আসা স্বাভাবিক। খুচরো বাজারে তেলের দামের জন্য বেশ কয়েকটি বিষয় দায়ী।
3
9
এক ব্যারেল তেলের অর্থ ১৫৯ লিটার তেল। অর্থাৎ, অপরিশোধিত তেলের মূল খরচ লিটার প্রতি ৩৭.৬ টাকা। অথচ, পেট্রোল বা ডিজেল যখন ভোক্তাদের কাছে পৌঁছায়, তখন খুচরা মূল্য প্রায়ই প্রতি লিটারে ১০০ টাকার কাছাকাছি পৌঁছে যায়। যা অপরিশোধিত তেলের মূল খরচের প্রায় আড়াই গুণ।
4
9
অপরিশোধিত তেল পরিশোধন মোটেই ব্যয়বহুল নয়। এক ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধন করতে সাধারণত ৩ থেকে ৫ ডলার, অর্থাৎ প্রায় ৪৫০ টাকা খরচ হয়। এর ফলে প্রতি লিটার তেল পরিশোধনের গড় খরচ দাঁড়ায় প্রায় ৩ টাকা। যার মধ্যে জ্বালানির ব্যবহার, শ্রম এবং রক্ষণাবেক্ষণের খরচও রয়েছে।
5
9
অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের ফলে পরিমাণেও বৃদ্ধি পায়। এক ব্যারেল অপরিশোধিত তেল ১৫৯ লিটার থাকলেও, পরিশোধন করার পর তা থেকে প্রায় ১৭০ লিটার পেট্রোলিয়াম পণ্য পাওয়া যায়। এর মধ্যে পেট্রল প্রায় ৭২-৭৮ লিটার, ডিজেল প্রায় ৩৮-৪৬ লিটার। অন্যান্য উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে ১৫-১৯ লিটার বিমান টারবাইন জ্বালানি, ৮-১০ লিটার এলপিজি এবং ২০-৩০ লিটার উপজাত পণ্য যেমন পেট্রোকোক, ন্যাপথা ও লুব্রিক্যান্ট।
6
9
পরিশোধনের পর থেকেই খরচ বাড়তে শুরু করে। পরিশোধন ও পরিবহন মিলিয়ে প্রতি লিটারে প্রায় ৬ টাকা খরচ হয়। তেল বিপণনকারী সংস্থাগুলি প্রতি লিটারে ৮-১১ টাকা মুনাফা রাখে। অন্যদিকে, জ্বালানি ডিলাররা প্রতি লিটারে প্রায় ৪ টাকা কমিশন পান। পরিশোধনাগারগুলি নিজেরা প্রতি লিটারে প্রায় ৪-৬ টাকা লাভ করে।
7
9
তবে, চূড়ান্ত খুচরো মূল্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানকারী হল কর। সরকার প্রতি লিটারে প্রায় ২০ টাকা আবগারি শুল্ক আরোপ করে। রাজ্য সরকারগুলি প্রতি লিটারে ২৫ থেকে ৩০ টাকার মধ্যে কর আরোপ করে। ফলস্বরূপ, শুধুমাত্র সরকারি করের কারণেই পেট্রলের ক্ষেত্রে প্রতি লিটারে ৪০-৫০ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে প্রতি লিটারে ৩৫-৪০ টাকা বেড়ে যায়।
8
9
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্থান পেট্রলিয়ামের মতো তেল কোম্পানিগুলি পরিশোধন ও বিপণন বাবদ প্রতি লিটারে আনুমানিক ১০-১৫ টাকা আয় করে। কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি করের মাধ্যমে এর চেয়ে অনেক বেশি আয় করে।
9
9
২০২৩-২৪ অর্থবর্ষে পেট্রলিয়াম খাত থেকে সরকারি কোষাগারে প্রায় ৭.৫ লক্ষ কোটি টাকা রাজস্ব জমা পড়েছে। যা সরকারি অর্থব্যবস্থায় জ্বালানি করের ভূমিকাকেই তুলে ধরে।