আজকাল ওয়েবডেস্ক: ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ একদিনের ম্যাচ লো স্কোরিং ছিল। ভারত জিতলেও, ব্যাটারদের মধ্যে অনেকেই সুবিধা করতে পারেনি। বিশেষ করে চেনা ছন্দে পাওয়া যায়নি অভিষেক শর্মাকে। সিরিজের শুরু থেকে অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ে ছেলেখেলা করছেন ভারতের বাঁ হাতি ওপেনার। বৃহস্পতিবার ২১ বলে ২৮ রান করেন। অভিষেক এমন একজন প্লেয়ার সাধারণত যার স্ট্রাইক রেট থাকে দুশোর ওপরে। কিন্তু আগের ম্যাচের তাঁকে স্বচ্ছন্দ দেখায়নি। বিপাকে ফেলে দেয় অজি বোলাররা। পিচ ব্যাটিং সহায়ক ছিল না। এই উইকেটে স্ট্রোক প্লে একেবারেই সহজ ছিল না। তাই সময় নেন অভিষেক। তবে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। মন্থর ব্যাটিংয়ের জন্য অভিষেককে ট্রোল করলেন সূর্যকুমার যাদব।
সাধারণত যার স্ট্রাইক রেট ২০০ এবং তারও বেশি থাকে, চতুর্থ ম্যাচে ১৩৩.৩৩ ছিল। অন্যদিকে ১০ বলে ২০ রান করেন স্কাই। ম্যাচ শেষে মজার ছলে অভিষেককে টিপ্পনী কাটেন সূর্য। বলেন, 'কখনও বাঘকে ঘাস খেতে দেখেছেন?' আজ বাঘ আস্তে আস্তে ঘাস খাচ্ছিল।' প্রথমে ব্যাট করে ৮ উইকেটের বিনিময়ে ১৬৭ রান করে ভারত। রান তাড়া করতে নেমে ১৮.২ ওভারে ১১৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে স্কাই জানান, উইকেট টি-২০ সহায়ক ছিল না। এই পিচে দুশো রানের গণ্ডি পেরোনো সহজ নয়। সূর্য বলেন, 'সমস্ত ব্যাটারদের কৃতিত্ব। বিশেষ করে অভিষেক এবং শুভমনকে। পাওয়ার প্লেতে স্মার্ট ব্যাটিং করেছে। ওরা শুরুতেই বুঝে গিয়েছিল এটা ২০০ রানের উইকেট নয়। দলগত জয়। আমি এবং গৌতি ভাই একই পেজে ছিলাম। বোলাররাও তাড়াতাড়ি মানিয়ে নিয়েছে।' পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে ভারত। সিরিজ পকেটে পুরতে শনিবার শেষ ম্যাচ জিততে হবে সূর্যদের। অন্যদিকে সিরিজ হার বাঁচাতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ড্র।
