আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপ জেতার পরেও ট্রফি হাতে নিতে পারেননি। পিসিবি প্রধান মহসিন নকভি ভারতীয়দের মেডেল ও ট্রফি নিয়ে চলে গিয়েছিলেন। এখনও পর্যন্ত তা ফেরত পাননি ভারতীয়রা। 

অস্ট্রেলিয়ায় পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায়  সিরিজ জিতে নিল ভারত। আর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এশিয়া কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে খোঁচা দিলেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। 

সূর্য বলেন, ''অবশেষে ট্রফি ছুঁতে পেরে দারুণ লাগছে। সিরিজ জয়ের ট্রফি যখন আমার হাতে তুলে দেওয়া হলো, তখনই সেটা অনুভূত হয়েছে। কয়েকদিন আগে ভারতে আরেকটি ট্রফি এসেছে। আমাদের মহিলা দল বিশ্বকাপ জিতেছে। সেই ট্রফিটিও দেশে ফিরে এসেছে। খুব ভাল লাগছে। এই ট্রফি ছোঁয়ার অনুভূতি দুর্দান্ত।'' 

এদিকে, দুবাইয়ে শুক্রবার আয়োজিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বোর্ড মিটিংয়ে এশিয়া কাপ ট্রফি বিতর্ক নিয়ে আলোচনা  হয়।
২০২৫ সালের এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। ভারত চ্যাম্পিয়ন হওয়ার পরেও তাদের হাতে ওঠেনি ট্রফি বা মেডেল। ভারতের ট্রফি এবং মেডেল নিয়ে চলে যান পিসিবি প্রধান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল চেয়ারম্যান মহসিন নকভি। 

ফাইনালের শেষে ভারতীয় ক্রিকেটাররা নকভির হাত থেকে ট্রফি ও পদক নিতে অস্বীকার করেন। আইসিসি-র বোর্ড মিটিংয়ে বিসিসিআই বিষয়টি তুললে সব সদস্যই বলে ওঠেন, ভারত ও পাকিস্তান বিশ্ব ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে সমস্যাগুলোর সমাধান করতে হবে শান্তিপূর্ণ উপায়ে। বন্ধুত্বপূর্ণ উপায়ে উদ্ভুত সমস্যার সমাধান করা উচিত। 

আলোচনার পরে এশিয়া কাপ ট্রফি বিতর্কের সমাধান করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। যারা দ্রুতই বিষয়টির সমাধান করে ভারতের হাতে ট্রফি পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে।

এদিকে আইসিসি ঘোষণা করেছে ২০২৯ সালে মহিলা ওয়ানডে বিশ্বকাপ ৮ দলের বদলে ১০ দল নিয়ে অনুষ্ঠিত হবে।