আজকাল ওয়েবডেস্ক: শারীরিকভাবে অসুস্থ। তার উপর আর্থিক কষ্টে ভুগছেন। বিনোদ কাম্বলি। সাড়া জাগিয়ে শুরু করেছিলেন। কিন্তু চোট ও বেহিসাবি জীবনযাপন তাঁর কেরিয়ার শেষ করে দেয়। দেশের হয়ে ১০৪ ওয়ানডে ও ১৭ টেস্ট খেলেছেন কাম্বলি।
এখন একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন কাম্বলি। ২০২৪ সালের ডিসেম্বরে মূত্রনালির সংক্রমণ নিয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন কাম্বলি। আপাতত সুস্থ হয়েছেন। তবে আর্থিক কষ্টে ভুগছেন। এই পরিস্থিতিতে গাভাসকার প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের কাছে আবেদন করেছেন কাম্বলিকে আর্থিক সাহায্য করার জন্য। যদিও এই আবেদন তিনি আগেই করেছিলেন।
শচীন আবার কাম্বলির বাল্যজীবনের বন্ধু। স্কুল ক্রিকেটে দু’জনে নজির গড়েছিলেন। সেই শচীনও করেছিলেন একাধিকবার সাহায্য। এবার জানা যাচ্ছে, গাভাসকারের সংস্থা ‘চ্যাম্পস’ এর তরফে প্রতি মাসে কাম্বলিকে ৩০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়া চিকিৎসার খরচ বাবদ দেওয়া হবে বার্ষিক ৩০ হাজার টাকা।
কাম্বলির স্ত্রী তাঁকে ছেড়ে যেতে চেয়েছিলেন। কিন্তু স্বামীর অসুস্থতার জন্যই আর বিবাহবিচ্ছেদ নেননি। রয়ে গিয়েছেন কাম্বলির সঙ্গে।
গাভাসকার আর্থিক সাহায্য কিছুটা সুরাহা হয়ত হবে কাম্বলির। এখন দেখার গাভাসকারের মতো আর কারা কারা এগিয়ে আসেন দেশের এই প্রাক্তন ক্রিকেটারকে বাঁচানোর জন্য।
