আজকাল ওয়েবডেস্ক: সামনেই ইউরোপীয় টুর্নামেন্ট। অক্টোবরের ৮-১৩ পর্যন্ত ফিনল্যান্ডে চলবে আর্কটিক ওপেন। তার আগে কোচ বদল করলেন পিভি সিন্ধু। প্রাক্তন অলিম্পিয়ান অনুপ শ্রীধরকে নতুন কোচ করলেন তিনি।
সিন্ধুর বাবা পিভি রামান্না জানিয়েছেন, ''আগসের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে। আমরা নতুন কোচের অপেক্ষায় ছিলাম। অনুপ শ্রীধরের সঙ্গে পার্টনারশিপ কেমন হয়, সেটা দেখব। ফিনল্যান্ড যাবে অনুপ এবং হায়দরাবাদে সিন্ধুকে ও ট্রেনিং করাবে।''
২০২৬ এশিয়ান গেমসে পদক জিততে চান সিন্ধু। দুবার অলিম্পিক থেকে পদক জিতলেও সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিকে ব্যর্থ হন হায়দরাবাদের তারকা শাটলার। প্রি কোয়ার্টার ফাইনালেই থেমে যায় সিন্ধুর দৌড়। তাঁর বাবা রামান্না জানিয়েছেন, ''সিন্ধুর নিজেকে প্রমাণ করার আর কিছু নেই। এশিয়ান গেমসে ও মেডেল জিততে চায়।''
বেঙ্গালুরুতে অনুশীলন করতে চাইছেন না সিন্ধু। ইউরোপিয়ান টুর্নামেন্টের জন্য হায়দরবাদেই অনুশীলন করবেন তিনি।
