আজকাল ওয়েবডেস্ক: হাতে এখনও রয়েছে দু’মাস। কিন্তু এখন থেকেই গোলগুলি ছোড়া শুরু হয়ে গেছে। তবে মুখে। বর্ডার–গাভাসকার ট্রফি নিয়ে উত্তাপ বাড়তে শুরু করেছে। শেষ চারটে সিরিজই জিতেছে ভারত। তার দুটি অস্ট্রেলিয়ার মাটিতে। এবারও খেলা অস্ট্রেলিয়ার মাটিতে। অসিরা এখন থেকেই আসন্ন সিরিজ নিয়ে হুঙ্কার ছাড়তে শুরু করেছেন। পাল্টা দিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররাও। এবার অসিদের পাল্টা চাপে ফেললেন মহম্মদ সামি।
বিশ্বকাপের পর থেকেই চোটের জন্য জাতীয় দলের বাইরে সামি। এখন অবশ্য তিনি সুস্থ। ঘরোয়া ক্রিকেটে ফিটনেস প্রমাণ করে জাতীয় দলে ফেরার কথা তাঁর। সম্ভবত নিউজিল্যান্ড সিরিজেই তাঁকে দেখা যাবে। আর তা না হলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিরবেন সামি। ভারতীয় পেসার এবার হুঙ্কার ছেড়ে বলেছেন, ‘আমরাই ফেভারিট। অস্ট্রেলিয়াই চাপে থাকবে।’
এটা ঘটনা অ্যাশেজ সিরিজেও কোনও দল টানা চারটি সিরিজ জেতেনি। সর্বোচ্চ দুটি। সেক্ষেত্রে বর্ডার–গাভাসকার ট্রফিতে রেকর্ড করে বসে আছে ভারত। অস্ট্রেলিয়াও পিছিয়ে।
এর আগে ২০১৮–১৯ ও ২০২০–২১ মরশুমে অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ জিতে এসেছিল ভারত। দু’বারই জয় এসেছিল ২–১ ব্যবধানে। কিন্তু ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারত। আর এবারও বর্তমানে ভারত পয়েন্ট টেবিলে রয়েছে এক নম্বরে। আর অস্ট্রেলিয়া আছে দুইয়ে।
