আজকাল ওয়েবডেস্ক:  রাহুল দ্রাবিড়ের মন্ত্রে বদলে গিয়েছিলেন অভিমন্যু ঈশ্বরণ। তাঁর বাবা রাঙ্গানাথন ইশ্বরণ সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে বলেন, আইপিএলে  না খেলার জন্যই সেভাবে নজর কাড়তে পারেননি অভিমন্যু। 

রাঙ্গানাথন বলেছেন, ''আইপিএলে নিজের দক্ষতা দেখানোর সুযোগ পেলে অনেক আগেই ভারতের হয়ে অভিষেক হতে পারত আভিমন্যুর। এই টুর্নামেন্টের জন্যই পার্থক্য গড়ে দেয়। আইপিএল না খেলার জন্য অভিমন্যু সেভাবে নজর কাড়তে পারেনি। সেঞ্চুরি করার পরও ও চারপাশে দৌড়ায় না। এই বিষয়গুলো ওর বিপক্ষে যায়।'' 
অভিমন্যুর বাবা বলেন, একজন সৈনিকের মতোই রুটিন ছেলের। বান্ধবী নেই অভিমন্যুর। সাড়ে ৯টা-১০ টার মধ্যে ঘুমিয়ে পড়ে। 
ইংল্যান্ডের মতো পরিবেশ তৈরি করে ডিউকবল দিয়ে প্র্যাকটিস করছেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে টানা চার ম্যাচে সেঞ্চুরি, ছয় ম্যাচের মধ্যে পাঁচটি সেঞ্চুরি  করে ‘ব্যাকআপ’ ওপেনার হিসেবে গত বছর অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে ডাক পেয়েছিলেন অভিমন্যু। প্রথম টেস্টে রোহিত শর্মার অনুপস্থিতিতে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলার ক্রিকেটারের।

কিন্তু ইন্ডিয়া এ দলের হয়ে দুটি বেসরকারি টেস্টে চার ইনিংসে মাত্র ৩৬ রান করার পর আর টেস্টে জায়গা হয়নি অভিমন্যুর। আসন্ন ইংল্যান্ড সফরে টেস্ট দলে রয়েছেন ইশ্বরণ। ইংল্যান্ডে ভারত এ দলের হয়েও খেলবেন তিনি।