আজকাল ওয়েবডেস্ক: তিনি কলকাতা নাইট রাইডার্সের ভিনদেশি তারা। নিলামে ৬.৫ কোটি টাকার বিনিময়ে তাঁকে কেনা হয়েছিল। সবাই যখন মুখ ফিরিয়ে নিয়েছিল, একমাত্র শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি তাঁর পাশে এসে দাঁড়িয়েছিল। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০২৫-এর মরশুমে তিনি খেলেন ২টি ম্যাচ। নেন একটি উইকেট। 

তিনি আনরিখ নর্খিয়া। তাঁর হাতেই টি-টোয়েন্টি ফরম্যাটের বর্ষসেরা পুরস্কার তুলে দিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ইডেন তাঁকে বহুবার বল করতে দেখেছে। ২০২৪ সালের ২৯ জুন ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছেন আনরিখ নর্খিয়া। তারপর জাতীয় দলের জার্সিতে নর্খিয়াকে আর টি-টোয়েন্টি খেলতে দেখা যায়নি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা খেতাব জেতেনি। খুব কাছে গিয়েও হার মানতে হয় প্রোটিাদের। সেই টুর্নামেন্টে নর্খিয়া সেরা বোলার হন। 

আরও পড়ুন: ওয়াশিংটন সুন্দর কি আইপিএলের দল বদলাচ্ছেন? ধোঁয়াশা পরিষ্কার করলেন অশ্বিন

বিশ্বকাপে ৯ ম্যাচে তাঁর ঝুলিতে ছিল ১৫টি উইকেট। সেই কারণেই বর্ষসেরার খেতাব ৩১ বছর বয়সী নর্খিয়ার হাতে তুলে দিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এহেন নর্খিয়াকে বলতে শোনা গিয়েছিল,  “কেকেআর সেই দল যারা এ বার আমার পাশে ছিল।'' ২০১৯ সালে কেকেআর স্কোয়াডে ছিলেন নর্খিয়া। চোটের জন্য একটি ম্যাচেও নামতে পারেননি তিনি। তিনি চোটপ্রবণ। চোটের লাল চোখ দেখে বারংবার সবুজ মাঠ থেকে তাঁকে ছিটকে যেতে হয়েছে। 

বিশ্বকাপের পর পিঠের নীচের অংশে স্ট্রেস ফ্র্যাকচার হয় নর্খিয়ার। সেই কারণে প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি দূরে সরে ছিলেন। ২০২৩ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপেও নামতে পারেননি এই প্রোটিয়া তারকা। বিশ্বকাপের পরে পায়ের আঙুল ভাঙে। পাকিস্তানের বিরুদ্ধে ঘরোয়া সিরিজ থেকেও তিনি ছিটকে যান। ওই স্ট্রেস ফ্যাকচার তাঁকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতে দেয়নি। 

জিম্বাবোয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ থেকেও বাদ পড়েন নর্খিয়া। একমাত্র আইপিলে তিনি খেলেন মাত্র ২টি ম্যাচ। কেকেআর জার্সিতে দ্বিতীয়বার খেললেন এই প্রোটিয়া তারকা। এহেন নর্খিয়া দীর্ঘ প্রতীক্ষার পরে চোট সারিয়ে মাঠে ফিরছেন। 

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ডারবানের দল ডলফিন্সের হয়ে মাঠে ফিরতে চলেছেন নর্খিয়া। ডলফিন্সের প্রথম ম্যাচ শনিবার। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। নর্খিয়া অবশ্য অতশত ভাবছেন না। ৩১ বছরের দক্ষিণ আফ্রিকান তারকা মাঠে ফিরতে মুখিয়ে রয়েছেন। তিনি বলেছেন, ''আমি সবসময়ে ইতিবাচক। একই সঙ্গে উজ্জীবিতও বটে।''

এক মাসের টুর্নামেন্টে আটটি দল অংশ নেবে। ফাইনাল ৩০ নভেম্বর। একটি দল সব থেকে বেশি ১০টি ম্যাচ খেলতে পারবে। সদ্য চোট সারিয়ে ফেরা নর্খিয়ার পক্ষে সব ম্যাচ খেলা সম্ভব নয়। তবে এই টুর্নামেন্টে নর্খিয়া কেমন খেলেন তার দিকেই তাকিয়ে থাকবেন নির্বাচকরা, এ কথা বলাই বাহুল্য। 

আরও পড়ুন: আগরকরের উদ্দেশে বার্তা তারকা অলরাউন্ডারের, নির্বাচক প্রধান কি মানবেন তাঁর কথা? ...