আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দলে তিনি কি আর জায়গা পাবেন? অনেকেই মনে করছেন তাঁর সুযোগ কম। জাতীয় দলের নির্বাচকরা একজন বোলিং অলরাউন্ডারের খোঁজ করছেন। যিনি সিম বোলিংটা করতে পারেন আর আট নম্বরে নেমে রান করতে পারবেন। শার্দূল ঠাকুর মনে করছেন তিনি এই কাজ সফলভাবে করতে পারবেন।
শার্দূল বড় শট খেলতে পারেন। ২০২৭ বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। সেখানে সিম বোলারের প্রয়োজন। সেই সঙ্গে দরকার একজন অলরাউন্ডারের। রঞ্জি ট্রফিতে মুম্বই-ছত্তিশগড় ম্যাচ ড্র হয়। সেই ম্যাচের শেষে শার্দূল ঠাকুর বলেন, ''পারফর্ম করে চলা এবং অবশেষে ভারতীয় দলে ফিরে আসা আমার জন্য গুরুত্বপূর্ণ। ভালো পারফরম্যান্স তুলে ধরতে পারলে আমাকে জাতীয় দলের জন্য নির্বাচন করা হবে।
আরও পড়ুন: শ্রেয়সের মঙ্গল কামনায় সূর্যের মায়ের প্রার্থনা ছটপুজোয়, ভিডিও ভাইরাল
ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়। ৮ নম্বরে বোলিং অলরাউন্ডারের জন্য জায়গা ফাঁকা থাকতে পারে। আমি সেই জায়গার দিকেই নজর রাখছি।''
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দেখা গিয়েছে এই ভূমিকার জন্য দু'জন রয়েছেন লড়াইয়ে। নীতীশ কুমার রেড্ডি ও হর্ষিত রানা।
তবে এটা ম্যাচেই হর্ষিত রানা হয়তো ২০২৭ বিশ্বকাপে দলে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। সেই রকমই ঈঙ্গিত দিয়েছেন ভারত অধিনায় শুভমান গিল।
ভারত অধিনায়ক জানান, ২০২৭ বিশ্বকাপের দিকে তাকিয়ে বোলিং অলরাউন্ডারের সমাধান সূত্র হয়তো পেয়ে গেল ভারত। গিল আরও বলেন, হর্ষিত রানা যদি আট নম্বরে নেমে ধারাবাহিকভাবে ২০-২৫ রান করে যান, তাহলে তাঁর জায়গা পাকা।
প্রথম দুটো ওয়ানডে-তে হর্ষিত রানা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। কিন্তু তৃতীয় ওয়ানডে-তে গৌতম গম্ভীর তাঁকে কড়া বার্তা দেন। প্রবল চাপ নিয়ে মাঠে নেমেছিলেন রানা। দিনের শেষে ভারত জিতেছে। তাঁর নামের পাশে লেখা চার-চারটি উইকেট।
রানা প্রসঙ্গে গিল বলেন, ''আমার মনে হয় আমাদের জন্য ৮ নম্বর পজিশন, যদি একজন ব্যাটসম্যান সেখানে ধারাবাহিকভাবে ২০-২৫ রান করতে পারে,তাহলে আমাদের আত্মবিশ্বাস জোগাবে। এ ব্যাপারে আমরা একমত যে হর্ষিত রানা এই কাজটা করতে পারবে।''
২০২৭ বিশ্বকাপের জন্য এখনও সময় রয়েছে। হর্ষিত রানা নিজেকে গুছিয়ে নেওয়ার আরও সময় পাবেন। তবে তাঁকে দক্ষ হয়ে উঠতে হবে। আরও বৈচিত্র্য আনতে হবে বোলিংয়ে।
আগামী ওয়ানডে বিশ্বকাপের সময়ে শার্দূল ঠাকুরের বয়স হবে ৩৬। তরুণ তাজা রক্ত নাকি বুড়ো ঘোড়া শার্দূল, কাকে বেছে নেন নির্বাচকরা সেটাই দেখার।
আরও পড়ুন: ছক্কার রেকর্ড, বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে এই অভিনব নজির স্কাইয়ের...
