আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান ম্যাচ বয়কট করুক দক্ষিণ আফ্রিকা। এমনটাই চান সে দেশের ক্রীড়ামন্ত্রী গাইটন ম্যাকেঞ্জি। প্রসঙ্গত, ২১ ফেব্রুয়ারি করাচির ন্যাশনাল স্টেডিয়ামে আফগানদের বিরুদ্ধে খেলা রয়েছে প্রোটিয়াদের। দলকে এই আবেদন করার পিছনে কারণ হল, আফগানিস্তানে এখন চলছে তালিবান শাসন। যারা আফগান মহিলা ক্রিকেট দল থেকে শুরু করে মহিলাদের ক্রীড়াক্ষেত্রে অংশ নেওয়াকে নিষিদ্ধ করেছে।
ম্যাকেঞ্জির কথায়, ‘ক্রীড়ামন্ত্রী হিসেবে চূড়ান্ত সিদ্ধান্তটা নিতে পারি না। তবে অনুরোধ করতে পারি। আমার এক্তিয়ারে থাকলে খেলতে বারণ করতাম।’ এরপরই তাঁর সংযোজন, ‘ক্রীড়াক্ষেত্রে পুরুষ ও মহিলা সবাইকেই সমান অগ্রাধিকার দেওয়া উচিত। যা তালিবানরা দিচ্ছে না।’
প্রসঙ্গত, এর আগে ইংল্যান্ডের রাজনীতিবিদরাও সরকারের উপর চাপ দিয়েছিল আফগানিস্তান ম্যাচ বয়কট করার জন্য। ওই একই কারণে। ম্যাচটি ২৬ ফেব্রুয়ারি লাহোরে হওয়ার কথা।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ আগেই জানিয়েছিলেন, আফগান ক্রিকেট বোর্ড তালিবানদের আদেশ মেনে চলছে। ২০২১ থেকে সে দেশে ক্ষমতায় এসেছে তালিবানরা। কিন্তু এর জন্য আফগানিস্তান ক্রিকেট দলকে বহিষ্কারের পথে আইসিসি হাঁটেনি। বা অন্য কোনও দেশ বলেওনি যে তারা আফগানদের সঙ্গে ক্রিকেট খেলবে না।
তবে এটা ঘটনা, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা যদি আফগান ম্যাচ সত্যিই বয়কট করে তাহলে পুরো পয়েন্ট পেয়ে যাবেন রশিদ খানরা। তাই এই ভুল দুই দেশই সম্ভবত করবে না।
