আজকাল ওয়েবডেস্ক:‌ রায়পুরে জিতে সিরিজ জমিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের একদিনের সিরিজ এখন ১–১। শনিবার সিরিজের শেষ ম্যাচ বিশাখাপত্তনমে। যে জিতবে সিরিজ তার। 


রায়পুরে ৩৫৯ রান লক্ষ্য ছিল প্রোটিয়াদের। কিন্তু এই পাহাড়প্রমাণ রানের সামনেও গুটিয়ে যায়নি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। রায়পুরের জয়কে দলগত প্রচেষ্টার ফল বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। শেষ ম্যাচে ভারতকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলার কথাও জানিয়ে দিয়েছেন তিনি।


চার উইকেটে জয় তুলে নেওয়ার পর বাভুমা জানান, ‘‌লক্ষ্যে পৌঁছোতে পেরে ভাল লেগেছে। খেলা শুরুর আগে আমাদের লক্ষ্য ছিল ভাল বোলিং করা। ব্যাটিং নিয়ে চিন্তা ছিল না। তবে এই ম্যাচ থেকে আমরা প্রচুর আত্মবিশ্বাস পেয়েছি। এবার সিরিজ জমিয়ে দিতে পারব।’ সমতা ফিরিয়ে বাভুমা একরকম হুঙ্কারই দিয়ে রাখলেন ভারতকে। বাভুমা আরও যোগ করেছেন, ‘‌এই জয়টা দুর্দান্ত। আমরা ম্যাচটা দারুণভাবে শেষ করলাম। এইডেন মার্করামের ইনিংসটার কথা আলাদা করে বলতে হবে। খুব দায়িত্ব নিয়ে খেলল। আমরা চেয়েছিলাম, শেষ পর্যন্ত লড়াই করতে। ম্যাচটা যতটা সম্ভব বড় করতে। টেস্ট সিরিজ আমাদের মধ্যে একটা বিশ্বাস তৈরি করে দিয়েছে। সেটা কাজে লাগছে। তাছাড়া আমাদের দলের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা রয়েছে। সেটাও আমাদের সকলকে ভাল পারফর্ম করতে উৎসাহিত করে।’


দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিতে পেরে খুশি মার্করামও। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার নেওয়ার পর তিনি বলেছেন, ‘আমরা প্রতিটি ম্যাচ থেকে শেখার চেষ্টা করি। এই ম্যাচেও প্রথম ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়েছি আমরা। জানতাম বল ভাল সুইং করবে। তাই তাড়াহুড়ো করতে চাইনি। মারার বলের জন্য অপেক্ষা করেছি। তাছাড়া এই পিচে থাকতে পারলে রান উঠবে বুঝতে পেরেছিলাম।’ বাভুমার সঙ্গে তাঁর জুটি যে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছিল তা জানিয়েছেন বাভুমা। বলেছেন, ‘‌আমার সঙ্গে বাভুমার জুটিটা ইনিংসের ভিত গড়ে দিয়েছিল। আমরা চেয়েছিলাম স্বাভাবিক ব্যাটিং করতে। লক্ষ্য বড় হলেও অতিরিক্ত কিছু চেষ্টা করতে চাইনি। তবে সকলেই ভাল খেলেছে। নিজের নিজের দায়িত্ব পালন করেছে।’