আজকাল ওয়েবডেস্ক: পারথ টেস্টে হয়তো ওপেন করতে নামবেন লোকেশ রাহুল। অনেকেই বলছেন, রাহুলকে ওপেন করতে পাঠালে ভারত বড় ভুল করবে। পারথ টেস্টের বল এখনও গড়ায়নি। তার আগে লোকেশ রাহুলকে পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি রাহুলকে আয়নায় নিজের মুখ দেখতে বলেছেন।
লোকেশ রাহুল একেবারেই ছন্দে নেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরোয়া সিরিজে রান ছিল না রাহুলের ব্যাটে। পারথে রোহিত শর্মা খেলবেন না। ফলে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নামবেন লোকেশ রাহুল।
সৌরভ বলছেন, ''আত্মবিশ্বাসটাই আসল। নিজের সঙ্গেই কথা বলা উচিত রাহুলের। খেলায় উত্থান-পতন লেগেই থাকে। আত্মবিশ্বাসও বাড়ে-কমে। নেটে কঠিন পরিশ্রম করে সেই আত্মবিশ্বাসটাই ফিরিয়ে আনতে হয়। কেএল রাহুলকে অনেককিছু সহ্য করতে হয়েছে। লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দিয়েছে ওকে। লখনউ আবার ওকে কিনবে কিনা জানা নেই। তবে আইপিএলে ও দল পাবেই। নিজেকে প্রমাণও করবে। এই ধরনের বিষয় সংশ্লিষ্ট প্লেয়ারের উপরে চাপ ফেলে।''
দেশের প্রাক্তন অধিনায়ক লোকেশ রাহুলকে বদলাতে বললেন। সৌরভ বলছেন, ''টি-টোয়েন্টিতে তরুণ ক্রিকেটাররা ভাল খেলছে, এটা এখন দেখছে লোকেশ রাহুল। দক্ষিণ আফ্রিকায় ওরা কী করেছে, সবাই দেখেছে। যেভাবে খেলে আসছে, সেভাবে খেললে আর হবে না। কোনও একজন জায়গা নিয়ে নেবে।''
