আজকাল ওয়েবডেস্ক: অবশেষে টেস্ট দলে ফিরলেন ঋষভ পন্থ। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে। প্রায় দু’বছর পর লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন হল তাঁর। এদিকে, টেস্ট সিরিজ শুরুর আগে পন্থকে পরামর্শ দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। প্রসঙ্গত, আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক পন্থ। আর মেন্টর সৌরভ। দেশের প্রাক্তন অধিনায়কের কথায়, ‘পন্থ ভারতের অন্যতম সেরা টেস্ট ব্যাটার। ও যে দলে ফিরেছে তাতে আমি অবাক হইনি। ও ভারতের হয়ে অনেক টেস্ট খেলবে। যদি আগের মতোই খেলে তা হলে ভারতের সর্বকালের অন্যতম সেরা টেস্ট ব্যাটার হবে পন্থ। কিন্তু আমার মনে হয়, ছোট ফরম্যাটে ওকে আরও উন্নতি করতে হবে। ওর যা প্রতিভা তাতে এই ক্ষমতা পন্থের আছে।’ এদিকে বাংলাদেশ সিরিজে দলে জায়গা পেয়েছেন বাংলার পেসার আকাশ দীপ। তাঁকে নিয়ে সৌরভ বলেছেন, ‘ওকে বাংলার হয়ে খেলতে দেখেছি। বলের গতি ভাল। টানা অনেক ওভার বল করতে পারে। সিরাজ বা শামির মতোই গতি ওর। আকাশ দীপের দিকে নজর রাখা উচিত।’
প্রসঙ্গত, দুই টেস্টের সিরিজের প্রথমটা চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর থেকে। কানপুরে দ্বিতীয় টেস্ট। তারপর হবে তিন ম্যাচের টি২০ সিরিজ।
