আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা দ্বিতীয়বার আইসিসি ‘উইমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার’ পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন। দ্বিতীয়বার এই পুরস্কার পেয়ে নিউজিল্যান্ডের সুজি বেটসের সঙ্গে একটি বিশেষ ক্লাবে যোগ দিলেন স্মৃতি। এর আগে ২০১৮ সালে প্রথমবার এই পুরস্কার জিতেছিলেন তিনি। আইসিসির তরফে জানানো হয়েছে, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট এবং অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডকে পেছনে ফেলে এই পুরস্কার জিতেছেন ভারতীয় মহিলা দলের এই ওপেনার। ভারতীয় ওয়ানডে দলের সহ-অধিনায়ক ২০১৮ এবং ২০২১ সালেও আইসিসি উইমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সাল জুড়ে স্মৃতির পারফরম্যান্স ছিল চোখে পড়ার মত।

 

১৩টি ম্যাচে ৭৯৪ রান করেন তিনি যার মধ্যে ছিল চারটি শতরান। গত বছর ওয়ান ডে ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন স্মৃতি। এক ক্যালেন্ডার বছরে চারটি শতরান করা প্রথম মহিলা ব্যাটারের রেকর্ড গড়েন তিনি। কিন্তু আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেটার অফ দ্য ইয়ারের পুরস্কারটি হাতছাড়া হয়েছে স্মৃতির। ২০২৫ সালের মহিলা ক্রিকেটের বিশ্বকাপের আগে দারুণ ফর্মে রয়েছেন স্মৃতি। আইসিসি উইমেন্স ওডিআই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ২৪ ম্যাচে ১৩৫৮ রান করেছেন তিনি। ২০২৪ সাল জুড়ে স্মৃতি হাঁকিয়েছেন ৯৫টি বাউন্ডারি এবং ৬টি ছক্কা। কিছুদিন আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন স্মৃতি। তিন ম্যাচের সিরিজে ভারত ৩-০ ব্যবধানে জয়ী হয়, আর স্মৃতি করেন ২৪৯ রান যার মধ্যে একটি শতরান রয়েছে।