আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের কাছে রোহিত শর্মারা টেস্ট সিরিজ হারলেও, একদিনের সিরিজে কিউয়িদের উড়িয়ে দিলেন স্মৃতি, হরমনপ্রীতরা। তিন ম্যাচের সিরিজ ২-১ এ জিতল ভারতের মেয়েরা। মঙ্গলবার নির্ণায়ক ম্যাচে ৬ উইকেটে জয় তুলে নেয় ভারত। ইতিহাসের পাতায় নাম লেখালেন স্মৃতি মান্ধানা। একদিনের ক্রিকেটে নিজের অষ্টম শতরান করে ছাপিয়ে গেলেন মিতালি রাজকে। মেয়েদের ৫০ ওভারের ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে এই নজির গড়লেন। প্রথম দুই ম্যাচে নিজের ক্লাসের পরিচয় দিতে না পারলেও আসল সময় জ্বলে উঠলেন। দলকে এনে দিলেন সিরিজ জয়। ১২২ বলে ১০০ রান করেন স্মৃতি। প্রথমে ব্যাট করে ২৩২ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ৪৪.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়সূচক রানে পৌঁছে যায় ভারত।
টি-২০ বিশ্বকাপে একেবারেই ছন্দে ছিলেন না স্মৃতি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচেও ব্যাটে রানের খরা ছিল। মাত্র ৫ রান করেন। কিন্তু মঙ্গলবার রাতে হরমনপ্রীতের সঙ্গে তাঁর ১১৮ রানের পার্টনারশিপ ভারতকে জয় এনে দিল। ৬৩ বলে ৫৯ রানে অপরাজিত অধিনায়ক। রান তাড়া করতে নেমে শেফালি বর্মা শুরুতেই ফিরে যান। যস্তিকা ভাটিয়াকে (৩৫) নিয়ে দ্বিতীয় উইকেটে ৭৬ রান যোগ করেন মান্ধানা। এরপর হরমনের সঙ্গে জুটি বেঁধে দলের বৈতরণী পার করলেন। ইনিংসে ১০টি বাউন্ডারি মারেন ভারতের ওপেনার। ৪১ ওভারে দলের ২০৯ রানে আউট হন স্মৃতি। কিন্তু তার আগে নিজের কাজ করে দেন। প্রথমে ব্যাট করতে নেমে বিপাকে পড়েছিল নিউজিল্যান্ড। ৯৬ বলে ৮৬ রান করে দলকে লড়াইয়ে ফেরান হলিডে। কিন্তু শেষরক্ষা হয়নি। টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের যন্ত্রণায় হয়তো কিছুটা প্রলেপ পড়বে স্মৃতি, হরমনপ্রীতদের।
