আজকাল ওয়েবডেস্ক: হরমনপ্রীত কৌর বিশ্রাম নেওয়ায় নেতৃত্বের আর্মব্যান্ড চলে আসে স্মৃতি মান্ধানার হাতে। 

তার পরের ঘটনা ইতিহাস। শুভমান গিলরা ইংল্যান্ডের মাটিতে যা পারেননি। মেয়েরা সেটাই করে দেখালেন। 

মান্ধানা সেঞ্চুরি হাঁকালেন। তাঁর দল বড় ব্যবধানে জিতল। মান্ধানা জানালেন, তাঁর সতীর্থরা সেঞ্চুরির জন্য মান্ধানাকেই বকাঝকা করতেন। ম্যাচ জিতে সিরিজে ১-০-এ এগিয়ে যাওয়ার পরে মান্ধানা বললেন, ''তিনদিন আগের কথা। আমি আর রাধা যাদব কথাবার্তা বলছিলাম। এই মেয়েগুলো আমাকে বকাঝকা করে মাঝেমধ্যে। ও আমাকে বলছিল, টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করার এটাই  সেরা সময় স্মৃতি। তুমি ৭০-৮০-র ঘরে আউট হয়ে যাচ্ছো। নিজের প্রতিভার প্রতি সুবিচার একেবারেই করছো না।'' 

মান্ধানা তার জবাবে বলেন, ''আমি বললাম, ওকে রাধা। এবার আমি দেখবো। এবার আমি সিরিজের একটা ম্যাচে সেঞ্চুরি করার চেষ্টা করবো।'' যেমন বল তেমনই কাজ। প্রথম ম্যাচেই মান্ধানা দুরন্ত সেঞ্চুরি হাঁকান। তিনি বলছেন, ''গত ১০ বছরে ৭০-৮০-র ঘরে আউট হয়ে গিয়েছি। এটা হতাশাজনক। আমি খুশি যে ক্রিজে টিকে থেকে সেঞ্চুরি করেছি।'' 

৬২ বলে ১১২ রানের ইনিংস খেলেন স্মৃতি। দ্বিতীয় ভারতীয় হিসেবে মহিলাদের টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন তিনি।