আজকাল ওয়েবডেস্ক: শুভমন গিলের দল হেডিংলিতে প্রথম টেস্টে হার মেনেছে। 

কিন্তু ভারতের মহিলারা ইংল্যান্ডকে ৯৭ রানে হারিয়ে দিল। ফরম্যাট অবশ্য ভিন্ন। গিলরা হেরেছিলেন পাঁচদিনের ফরম্যাট। আর স্মৃতি মান্ধানারা ইংল্যান্ডকে হারালেন টি-টোয়েন্টিতে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বড় ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে গেলেন ভারতের মহিলারা। 

প্রথমে ব্যাট করে ভারতের মহিলা দল ২০ ওভারে করে পাঁচ উইকেটে ২১০ রান। ইংল্যান্ড রান তাড়া করতে নেমে শেষ হয়ে যায় ১১৩ রানে। 

হরমনপ্রীত কৌর বিশ্রাম নেওয়ায় স্মৃতি মান্ধানা নেতৃত্বে। তিনি ৬২ বলে ১১২ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে মহিলাদের টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন স্মৃতি। ৫১ বলে তিনি এদিন শতরান করেন। তাঁর আগে হরমনপ্রীত কৌর সেঞ্চুরি করেছিলেন টি-টোয়েন্টিতে। 

শেফালি বার্মার সঙ্গে ওপেনিং জুটিতে মান্ধানা করেন ৭৭ রান। পরে হরলীন দেওলের সঙ্গে ৯৪ রানের পার্টনারশিপ গড়েন মান্ধানা। হরলীন করেন ৪৩ রান। মান্ধানার ইনিংসে সাজানো ছিল ১৫টি চার ও ৩টি ছক্কা। স্মৃতি আউট হন ১৯.২ ওভারে। 

স্মৃতির সঙ্গে ওপেনিং জুটিতে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন শেফালি। টি-টোয়েন্টিতে ২১ বার ৫০ বা তার বেশি রানের জুটি গড়লেন স্মৃতি ও শেফালি।

ভারতের রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। একমাত্র ইংল্যান্ড অধিনায়ক ব্রান্ট কিছুটা লড়েন। দলের মধ্যে তিনিই সর্বোচ্চ ৬৬ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে শ্রী চরণী ১২ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। রাধা যাদব ও দীপ্তি শর্মা ২টি করে উইকেট নেন।