আজকাল ওয়েবডেস্ক: স্যার ডনের দেশে খেলতে নেমে বিরাট কোহলিদের দিকে ধেয়ে আসবে স্লেজিংয়ের ঝড়। প্রতি মিনিটে ভারতীয়দের মনে করিয়ে দেওয়া হবে , তারা ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়ে খেলতে এসেছে অস্ট্রেলিয়ায়। 

খুব খারাপ সময়ে ভারত বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে। স্লেজিংকে কেন্দ্র করে অতীতে সেখানে 'মাঙ্কিগেট' কেলেঙ্কারি হয়েছিল। সেই অজিভূমেই ফের ভারত যাচ্ছে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে। অস্ট্রেলিয়ার বিমান ধরার আগে  ভারতীয়রা জেনে গিয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে ভারতকে পাঁচটি টেস্টের মধ্যে চারটিতে জিততে হবে। ড্র করতে হবে একটিতে।

নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল বলছেন, ''ভারত আগের দুটো সিরিজে জিতেছে ঠিকই। এটা ভাল দিক। কিন্তু তিনটি ম্যাচে হারের স্মৃতি নিয়ে ভারত যখন অস্ট্রেলিয়া যাচ্ছে, তখন গোটা অস্ট্রেলিয়া ভারতকে স্লেজিং করার জন্য অপেক্ষা করে রয়েছে। অস্ট্রেলিয়ায় পা রাখার পরে প্রতি মিনিটে, প্রতি মুহূর্তে ভারতকে মনে করিয়ে দেওয়া হবে, তারা ৩-০ হেরে অস্ট্রেলিয়ায় খেলতে এসেছে।''  

উপমহাদেশ থেকে গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে মানিয়ে নেওয়া খুব কঠিন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট জোগাড় করতে হলে ভারতকে চারটি টেস্ট ম্যাচ জিততেই হবে। একটিতে ড্র করতে হবে। যা প্রচম্ড কঠিন কাজ।

সাইমন ডুল বলছেন, ''চারটিতে জয় এবং একটিতে ড্র করতে হবে ভারতকে। আরও অজস্র কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে ৃ রোহিত শর্মা ও তাঁর ছেলেদের। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর জন্য কঠিন মানসিকতার প্রয়োজন। এই প্লেয়াররাই অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে। অস্ট্রেলিয়ায় খেলা সবসময়েই কঠিন ব্যাপার।'' 

ঘরের মাঠে বিধ্বস্ত হওয়ার পরে অস্ট্রেলিয়ায় গিয়ে ভারত কী করে, সেটাই দেখার।