আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার কটকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ তে ভারতীয় দলে ছিলেন না সঞ্জু স্যামসন। শেষ ছ'টি টি-২০ ম্যাচের মধ্যে চারটিতে ডাগআউটে বসেই কাটাতে হয়েছে। তাঁর জায়গায় খেলেন জীতেশ শর্মা। সঞ্জুকে বসিয়ে গিলকে খেলানো নিয়ে আবার নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এশিয়া কাপ থেকে শুভমনকে টি-২০ দলে ফেরানো হয়। তার আগে অভিষেক শর্মার সঙ্গে ওপেন করতেন সঞ্জু স্যামসন। শুরুতে মিডল অর্ডারে ঠেলে দেওয়া হয় ভারতীয় উইকেটকিপার ব্যাটারকে। কিন্তু পাঁচ ম্যাচ পর একজন স্পেশালিস্ট ফিনিশারের জন্য তাঁকে বসিয়ে দেওয়া হয়। 

কেন বারবার কোপ পড়ছে স্যামসনের ওপর? বারবার কেনই বা সুযোগ দেওয়া হবে গিলকে? ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন এই প্রশ্নের উত্তর খুঁজলেন শন পোলক। প্রাক্তন প্রোটিয়া তারকা মনে করেন, শুভমনকে ইতিমধ্যেই এক বিশেষ ক্লাসে ফেলে দেওয়া হয়েছে। একটি সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে পোলক বলেন, 'হ্যাঁ, সঞ্জুর জন্য খারাপ লাগছে। আমার মনে হয়, শুভমন গিলকে অন্য নজরে দেখা হচ্ছে। আমার ধারণা ওকে বিরাট কোহলি এবং রোহিত শর্মার পর্যায়ে ফেলা হচ্ছে।' কেন হঠাৎ দুই মহাতারকার সঙ্গে তুলনা টানা হচ্ছে ভারতের টেস্ট অধিনায়কের? তার ব্যাখ্যা দিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তনী। পোলক বলেন, 'বিরাট, রোহিত যেমনভাবে দলে ফেরে, ঠিক তেমনভাবে গিলকেও ফেরানো হচ্ছে। ওরা আবার নিজেদের জায়গায় ফিরে যায়। ওদের পজিশনে কোনও বদল হয় না।' পোলক মনে করেন, সম্প্রতি ইংল্যান্ডে টেস্ট সিরিজে গিলের পারফরমেন্স তাঁর জায়গা আরও মজবুত করেছে। ওপেনিং থেকে সরানো একপ্রকার অসম্ভব হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে পোলক বলেন, 'টেস্ট সিরিজে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করেছে। নিজেকে একনম্বর ব্যাটার হিসেবে মেলে ধরেছে। তাই না? আমার মতে শুভমন দলের সেরা প্লেয়ার। তাই ও স্বাভাবিকভাবেই ওপরের দিকে চলে যায়।' গিলের সঙ্গে অভিষেক শর্মার ওপেনিং জুটির প্রশংসা করেন প্রাক্তন প্রোটিয়া তারকা। জানান, একে অপরকে দীর্ঘদিন ধরে চেনার সুফল তাঁদের পার্টনারশিপে পড়ে। 

সঞ্জুর হয়ে সওয়াল করেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন টিম ডিরেক্টর জয় ভট্টাচার্যও। তিনি মনে করেন, তাঁকে টপ অর্ডারে না খেলাতে পারলে, দলে রাখার কোনও মানে হয় না। জয় ভট্টাচার্য বলেন, 'ওকে টপ অর্ডারে ব্যাট করতে না পাঠাতে পারলে, দলে রাখার কোনও যুক্তি নেই। যদি সেই জায়গা শুভমন নিয়ে নেয়, সেক্ষেত্রে কিপারকে ফিনিশার হতে হবে। সেই জায়গায় এগিয়ে জীতেশ।' তিনি মনে করেন, ফিনিশার ব্যাটার হিসেবে ঋষভ পন্থের কথা ভাবা উচিত টিম ম্যানেজমেন্টের। প্রসঙ্গত, স্যামসনের বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতেই এইসব প্রশ্ন উঠছে। টি-২০ ওপেনার হিসেবে তিনটে শতরান রয়েছে। স্ট্রাইক রেট খুবই ভাল। তবে গিলকে কোহলি-রোহিতের পর্যায় ফেলে দেওয়া হলে, টি -২০ তে স্যামসনের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা আরও বাড়বে।