আজকাল ওয়েবডেস্ক:‌ সেই ইডেন টেস্টের সময় ঘাড়ে চোট পেয়েছিলেন। অবশেষে ২২ গজে ফিরছেন শুভমান গিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের দেওয়া এক ভিডিওতে নিজের ফিটনেস নিয়ে কথা বলেছেন শুভমান। তিনি বলেন, ‘‌এখন অনেকটা সুস্থ। বেশ ভাল লাগছে। যেদিন বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে এসেছিলাম, সেদিন থেকে এ দিন পর্যন্ত অনেকটা উন্নতি হয়েছে। অনুশীলন করেছি। প্রস্তুতি নিয়েছি। এখন আমি পুরো তৈরি।’‌


আগে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ছিল। সেটাই আরও উন্নত করে সেন্টার অফ এক্সেলেন্স করা হয়েছে। এই অ্যাকাডেমি ভারতীয় ক্রিকেটারদের কতটা সুবিধা দেয়, সেই কথাও জানিয়েছেন শুভমান। ভারতের ছোট ফরম্যাটের সহ–অধিনায়ক বলেন, ‘‌অনূর্ধ্ব–১৪, অনূর্ধ্ব–১৬ স্তরে খেলার সময় থেকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আসছি। যখনই সমস্যা হয়েছে, এখানে এসে তার সমাধান খুঁজেছি। এখন সেন্টার অফ এক্সেলেন্সে প্রযুক্তি আরও উন্নত হয়েছে। সব রকম সুবিধা ক্রিকেটাররা পায়। সকলকে সমানভাবে নজর দেওয়া হয়। এই অ্যাকাডেমি থাকায় ঘরোয়া ক্রিকেটও অনেক উন্নত হচ্ছে।’‌ 


শুভমানের অনুশীলনের ভিডিও প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে দেখা যাচ্ছে, স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ এস রজনীকান্তের অধীনে অনুশীলন করছেন শুভমান। ভিডিওয় দেখে বোঝা যায়নি, কোনও সমস্যা হচ্ছে তাঁর।


প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি টি–টোয়েন্টি খেলবে ভারত। ৯ ডিসেম্বর, মঙ্গলবার, কটকে প্রথম ম্যাচ। ১১ ডিসেম্বর চণ্ডীগড়, ১৪ ডিসেম্বর ধর্মশালা, ১৭ ডিসেম্বর লখনউ ও ১৯ ডিসেম্বর আমেদাবাদে হবে পরের চারটি ম্যাচ।