আজকাল ওয়েবডেস্ক: এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইতিহাস রচনার পর, আবেগে ভাসলেন শুভমন গিল। তিনশো হাতছাড়া করার আফশোস ছিলই। বাবা, মায়ের বার্তা পেয়ে নিজেকে আর আটকে রাখতে পারলেন না। সেই মুহূর্ত ভিডিও মন্টাজে বন্দি করে রেখেছে বিসিসিআই।‌ ২৬৯ রানের পর গিলের কার্যকলাপের একটি ভিডিও পোস্ট করা হয়েছে বোর্ডের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যা শুরু হয় সাংবাদিক সম্মেলন দিয়ে। তারপর অটোগ্রাফ শিকারীদের ভিড়। শেষে হোটেলে গিলকে ঢাক-ঢোলের তালে বরণ করে নেওয়া হয়। এইসবের মধ্যে কেন এতটা আবেগপ্রবণ হয়ে পড়লেন ভারত অধিনায়ক? জানান, বাবার বার্তা পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন। বেড়ে যায় তিনশো না পাওয়ার আক্ষেপ। বার্তার গিলের বাবা লেখেন, 'শুভমন বেটা, ভাল খেলেছো। তোমার ব্যাটিং দেখে মজা লেগেছে। খুব শান্তিও পেয়েছি। খুব গর্বিত অনুভব করছি।' গিলের মা লেখেন ' তোমার ব্যাটিং দেখে খুবই ভাল লাগছে। এভাবেই এগিয়ে চলো। ভগবান তোমায় আশীর্বাদ করুক।' 

বাবা এবং মায়ের মেসেজ পেয়ে উচ্ছ্বসিত ভারতের তরুণ নেতা। গিল বলেন, 'এই মেসেজের গুরুত্ব অপরিসীম। আমি বাবার জন্যই ক্রিকেট খেলেছি। ক্রিকেট নিয়ে আমি শুধু আমার বাবা এবং আমার প্রিয় বন্ধুর কথা শুনি। তবে আমার মনে পড়ে গেল যে আমি তিনশো মিস করেছি। শুভমনের ব্যাটে ভর করে প্রায় ৬০০ রানের কাছাকাছি পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। ৩৫ বছরে ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে বড় স্কোর। এই মোমেন্টামের সুযোগ নেয় বোলাররা। মাত্র ২৫ রানে ৩ উইকেট হারায়। দ্বিতীয় দিনের শেষে ৫১০ রানে পিছিয়ে ছিল ইংল্যান্ড। ফলো অন বাঁচানোর দায়িত্ব ছিল জো রুট এবং হ্যারি ব্রুকের ওপর। কিন্তু অল্প রানে ফেরেন রুট। অর্ধশতরান করে উইকেটে রয়েছেন হ্যারি ব্রুক এবং জেমি স্মিথ।