আজকাল ওয়েবডেস্ক: এজবাস্টনে দ্বিতীয় টেস্টে নামার আগে হারিয়ে যাওয়া ট্র্যাডিশন ফেরালেন শুভমন গিল এবং গৌতম গম্ভীর। রোহিত শর্মার জমানায় বর্ডার-গাভাসকর‌ ট্রফিতে যা হারিয়ে গিয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে গোটা দলকে নিয়ে টিম ডিনার রাখেন শুভমন গিল। উদ্দেশ্য, টিম বন্ডিং বাড়ানো। দলে একাধিক নতুন প্লেয়ার রয়েছে। তাঁদের সঙ্গে বাকিদের মিলিয়ে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়। অস্ট্রেলিয়ায় রোহিতের নেতৃত্বে এমন কিছু হয়নি। বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার কারণ হিসেবে টিম স্পিরিটের অভাবকেও দায়ী করা হয়। দলের মধ্যে একাধিক গ্রুপ তৈরি হয়েছিল। যা দেখে প্রচণ্ড ক্ষুব্ধ হন গৌতম গম্ভীর। এটাকেও ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে ধরা হয়। এবার নতুন অধিনায়কের নেতৃত্বে সেই ট্রেন্ড ভেঙে দলে পুরোনো ট্র্যাডিশন ফেরাতে চান। 

দ্বিতীয় টেস্টের আগে যশপ্রীত বুমরার খেলা সবচেয়ে চর্চার বিষয়। তারকা পেসারকে বিশ্রাম দিতে চায় টিম ম্যানেজমেন্ট। যদিও ম্যাচের আগের দিন শুভমন গিল দাবি করেন, বুমরার খেলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। ভারত অধিনায়ক জানান, 'আমরা এমন একটা কম্বিনেশন খেলানোর চেষ্টা করছি যাতে ২০ উইকেট তুলে নেওয়ার পাশাপাশি রানও ওঠে।' প্রথম টেস্ট হারের পর ০-২ এ পিছিয়ে পড়ার ঝুঁকি নিতে পারবে না ভারতীয় দল। জোড়া টেস্ট হারলে, ইংল্যান্ডের মাটিতে প্রত্যাবর্তন করা কঠিন। এজবাস্টনে পরিসংখ্যানে পিছিয়ে ভারতীয় দল। বার্মিংহ্যামে কোনওদিন জেতেনি ভারত। এবার ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ শুভমন গিলদের। ভারত-ইংল্যান্ড এজবাস্টনে আটটি টেস্টে মুখোমুখি হয়েছে। তারমধ্যে ভারত সাতটিতে হেরেছে, একটি টেস্ট ড্র হয়েছে। ২০২২ সালেও এই খরা কাটাতে পারেনি বিরাট কোহলি, রোহিত শর্মারা।