আজকাল ওয়েবডেস্ক: এখনই দেশের জার্সিতে ফেরা হচ্ছে না শ্রেয়স আইয়ারের। আরও কয়েকদিন তাঁকে থাকতে হবে বিসিসিআই-এর সেন্টার অফ এক্সলেন্সে। পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ৩০ ডিসেম্বর পর্যন্ত সেন্টার অফ এক্সলেন্সে থাকার কথা ছিল শ্রেয়সের। পরিবর্তিত পরিস্থিতিতে আরও এক সপ্তাহ তাঁকে থাকতে হবে। যদিও ব্যাট করার সময়ে অস্বস্তি অনুভব করছেন না শ্রেয়স। কিন্তু পেটের চোটের জন্য তাঁর শক্তিক্ষয় হয়েছে। হ্রাস পেয়েছে ওজন। ফলে আরও এক সপ্তাহ শ্রেয়স আইয়ারকে থাকতে হবে সেন্টার অফ এক্সলেন্সে।
চোট জর্জরিত অবস্থায় ৬ কেজি ওজন কমেছে শ্রেয়সের। কিছুটা ওজন অর্জন করতে পারলেও মাস মাসল কমে যাওয়ায় প্রত্যাশিত শক্তিমাত্রায় পৌঁছননি।
বিসিসিআই-এর এক আধিকারিক সর্বভারতীয় স্তরের একটি সংবাদ মাধ্য়মকে জানিয়েছেন, শ্রেয়সের ব্যাটিং নিয়ে কোনও সমস্যা নেই। অস্ট্রেলিয়ায় চোট পাওয়ার পরে ছ' কেজি ওজন কমেছে। মাসল মাস কমে যাওয়ায় তাঁর শক্তিও হ্রাস পেয়েছে। মেডিক্যাল টিম কোনও সুযোগ নিতে চাইছে না। ওয়ানডের জন্য শ্রেয়স খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য। পুরোদস্তুর সুস্থ হয়ে ওঠাই একমাত্র কাম্য। নিউজিল্যান্ড সিরিজের জন্য দল নির্বাচনে বসার আগে নির্বাচক ও ম্যানেজমেন্টকে সবটাই জানানো হবে।''
ডান হাতি তারকা ৩ ও ৬ জানুয়ারি বিজয় হাজারে ট্রফিতে নামবেন। ১১ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-নিউ জিল্যান্ড সিরিজ। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে শ্রেয়স আইয়ার কি কিউয়িদের বিরুদ্ধে সিরিজে নামবেন? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে।
