আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ফাইনালে রানার্স দলের অধিনায়ক হিসেবে নাম থাকলেও, ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে দর বাড়তে শুরু করেছে শ্রেয়স আইয়ারের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস ফাইনালের আগে বোর্ডের এক প্রভাবশালী কর্তা তাঁর ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য করেন। স্পষ্ট জানিয়ে দেন, শ্রেয়সের নেতৃত্ব এবং ফর্ম বোর্ড কর্তাদের ভাবতে বাধ্য করছে। তিনি বলেন, 'বর্তমানে ও শুধু একদিনের আন্তর্জাতিক খেলে। কিন্তু এই আইপিএলের পর ওকে টি-২০ দলের বাইরে রাখা যাবে না। এমনকী টেস্টেও না। এছাড়াও সাদা বলের ক্রিকেটে অধিনায়কের দৌড়ে ও প্রবেশ করেছে।'
এক বছরে পুরো পট পরিবর্তন। গতবছর বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন শ্রেয়স। টেস্ট এবং টি-২০ দল থেকেও বাদ দেওয়া হয়। কর্তাদের নজরে 'ব্যাড বয়' বনে যান। কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করা সত্ত্বেও তাঁকে ছেড়ে দেওয়া হয়। তাঁর ফিটনেস, ফর্ম এবং টেম্পরামেন্ট নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। কিন্তু মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে সফল হন। দলকে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নেতৃত্ব দেন। তারপর কখনও আইপিএল চ্যাম্পিয়ন না হওয়া পাঞ্জাব কিংসের দায়িত্ব নেন। দুর্দান্ত অধিনায়কত্বে তাঁদের ফাইনালে তোলেন। ব্যাটে রান পাওয়ার পাশাপাশি সতীর্থদের সঙ্গে একটি নিবিড় সম্পর্ক তৈরি করেন। এলিমিনেটরে মুম্বইয়ের বিরুদ্ধে তাঁর ৮৭ রানের ইনিংস পাঞ্জাবকে ফাইনালে তোলে। পাঞ্জাব চ্যাম্পিয়ন না হতে পারলেও নজর কাড়েন শ্রেয়স। ট্রফি না পেলেও, নিজের নাম নেতৃত্বের দৌড়ে ঢুকিয়ে দিয়েছেন শ্রেয়স।
