আজকাল ওয়েবডেস্ক: ঠিক দুপুরেই হঠাৎ উধাও স্ত্রী। বারবার ফোন করেও মিলছে না সাড়া। হোটেলের ঘরে উঁকি দিতেই ফাঁস স্ত্রীর কেচ্ছা। ভাইয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথাও জানাজানি হল পরিবারে!
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের অমৃতসরে। জানা গেছে, বিবাহিত দম্পতি ১৫ বছর একসঙ্গে কাটিয়েছে। সম্প্রতি এক বন্ধুর সঙ্গে স্ত্রীকে হোটেলের ঘরে হাতেনাতে ধরেন ওই ব্যক্তি। তবে এই প্রথমবার নয়, অতীতেও এমন ঘটনা একাধিকবার ঘটেছে বলে জানা গেছে।
রবি গুলাতি নামের ওই যুবক জানিয়েছেন, গত ২০১৮ সালেও এমন ঘটনা ঘটেছিল। এক হোটেলের ঘরে স্ত্রীকে এক যুবকের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেছিলেন তিনি। সেই সময় পরিবারের সদস্যদের ডেকে আলোচনাও করেছিলেন। স্ত্রীকে সেই সময় ক্ষমাও করেছিলেন। খুদে সন্তানদের মুখের দিকে তাকিয়ে, স্ত্রীকে ক্ষমা করে আবারও নতুন করে পথচলা শুরু করেন।
তবে এইবার ঘটনাটি আরও গুরুতর। রবি জানিয়েছেন, দুপুরবেলা স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যান। একাধিকবার ফোন করলেও, কোনও সাড়া পাওয়া যায়নি। এরপরই স্ত্রীর স্কুটারে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেন। স্ত্রী কোথায় কোথায় যাচ্ছেন, সেই লোকেশন দেখতে পান তিনি। জিপিএস ট্র্যাকারের সাহায্যে ওই হোটেলে পৌঁছে যান। এরপর একটি ঘরেই স্ত্রীকে অন্য এক যুবকের সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন।
জানা গেছে, ২০১০ সালে এপ্রিল মাসে হিমানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রবি। বিয়ের কয়েক বছর পর থেকেই একাধিকবার বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন হিমানি। অতীতে বারবার স্বামী ক্ষমা করলেও, আবারও নতুন কোনও সম্পর্কে তিনি জড়িয়ে পড়েন। শ্বশুরবাড়ির সদস্যরা জানিয়েছেন, যে যুবকের সঙ্গে হিমানি হাতেনাতে ধরা পড়েছেন, তিনি সম্পর্কে ভাই ছিলেন বলেও জানিয়েছিলেন। এখন রবির সঙ্গেও সম্পর্ক রাখতে রাজি নন হিমানি। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত জানিয়েছেন।
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরেও এমন একটি ঘটনা ঘটেছিল। বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী। জানতে পেরে রাগ হয়নি স্বামীর। তিনি টের পান, স্বামীর চেয়ে প্রেমিকের প্রতিই স্ত্রীর টান বেশি। এরপর জীবনের অন্যতম বড় পদক্ষেপ করেন যুবক। স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের বিয়ে দিয়ে দেন স্বামী। ভালবাসার এমন নজিরে রীতিমতো চমকে যান সকলে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বিহারের সহরসায়। জানা গিয়েছে, তরুণীর সঙ্গে যুবকের ১২ বছরের দাম্পত্য ছিল। প্রেম করেই বিয়ে করেছিলেন তাঁরা। তিন সন্তান ছিল দম্পতির। এর মধ্যেই গ্রামের এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে আবদ্ধ হন তরুণী। যা কিছুদিনের মধ্যেই টের পান স্বামী।
তরুণীও স্বামীকে জানান, তিনি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। জানতে পেরে, মেজাজ হারাননি স্বামী। বরং ঠান্ডা মাথায় স্ত্রীর বিয়ের আয়োজন করেন। ওই গ্রামেই প্রেমিকের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন তরুণী। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, তরুণীকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন তাঁর দ্বিতীয় স্বামী। তাঁদের পাশেই দাঁড়িয়ে রয়েছেন প্রথম স্বামী। কাঁদতে কাঁদতেই স্ত্রীর বিয়ে দেন তিনি।
এ ঘটনায় শোরগোল পড়েছে বিহারে। তরুণীর দ্বিতীয় বিয়ের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ইতিমধ্যেই সাড়ে পাঁচ লক্ষ মানুষ দেখেছেন। একজন লিখেছেন, 'একেই বলে ভালবাসা। স্ত্রীকে সুখী করতেই বিয়ে দিলেন স্বামী।' একজন আবার খোঁচা দিয়ে লিখেছেন, 'খোরপোশ থেকে বাঁচতেই হয়তো এরকম পদক্ষেপ করেছেন।'
