আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় সবার হৃদয় জিতে নিলেন শ্রেয়স আইয়ার। লখনউয়ের একানা স্টেডিয়ামে প্রবল গরমের মধ্যে চলছে ইরানি কাপের খেলা। রনজি ট্রফি জয়ী মুম্বইয়ের প্রতিপক্ষ অবশিষ্ট ভারত। 

সেই ম্যাচ দেখতে উপস্থিত ছিল কয়েকজন খুদে। প্রবল গরমে ক্লান্ত হয়ে পড়ে খুদে দর্শকরা। সেই সময়ে শ্রেয়স আইয়ারকে দেখা যায় টি শার্টের ভিতরে নরম পানীয়র বোতল লুকিয়ে খুদেদের হাতে তা তুলে দিচ্ছেন।
 
প্রবল গরমে শ্রেয়স আইয়ারের কাছ থেকে ঠান্ডা পানীয় পেয়ে রীতিমতো খুশি খুদে দর্শকরা। শ্রেয়স আইয়ার তাদের হাতে নরম পানীয়র বোতল তুলে দিচ্ছেন, এই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওয় আইয়ারকে প্রবল গরমের কথাও বলতে শোনা গিয়েছে। 

ইরানি কাপে প্রথম দিন শ্রেয়স আইয়ার ৫৭ রান করেন। অধিনায়ক অজিঙ্ক রাহানের সঙ্গে ১০২ রানের পার্টনারশিপ গড়েন তিনি। যশ দয়ালের বলে তিনি ফেরেন। অজিঙ্ক রাহানে তিন রানের জন্য সেঞ্চুরি পাননি। ব্যাট হাতে সবার নজর কেড়ে নেন সরফরাজ। তিনি ডাবল সেঞ্চুরি হাঁকান। 

বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার হয়ে তিনি খেলতে পারেননি। শাকিবদের বিরুদ্ধে সিরিজের মাঝপথেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘরোয়া ক্রিকেটে নামার জন্যই ছাড়া হয়েছিল তাঁকে। সেই তিনিই ইরানি কাপে গড়লেন ইতিহাস। জাতীয় দলের হয়ে খেলতে না পারার যন্ত্রণা ভুললেন ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে। মুম্বইয়ের প্রথম ক্রিকেটার হিসেবে ইরানি কাপে দ্বিশতরান করার নজির গড়েন তিনি।