আজকাল ওয়েবডেস্ক: আগস্ট মাসে সবধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন শিখর ধাওয়ান। সেই বাঁ হাতি ওপেনার জানিয়ে দিলেন ব্যাট-প্যাড তুলে রাখার আসল কারণ। ক্রিকেট চালিয়ে যাওয়ার মানসিকতা আর ছিল না, সেই কারণেই তিনি অবসর নেন।
দেশের হয়ে ৩৪টি টেস্ট, ১৬৭টি ওয়ানডে এবং ৬৮টি টি-টোয়েন্টি খেলেছেন ধাওয়ান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ''১৮-১৯ বছর থেকে আমি ঘরোয়া ক্রিকেট খেলছি। আর খেলার ইচ্ছা ছিল না। গত দুবছরে আমার ক্রিকেট কেরিয়ার যদি ভাল করে দেখা হয়, তাহলে দেখা যাবে আমি আন্তর্জাতিক ক্রিকেট আর খেলছিলাম না। এক আইপিএল থেকে আরেক আইপিএল খেলছিলাম। খুব বেশি ক্রিকেটের মধ্যে আমি আর ছিলাম না। ফলে খেলার ইচ্ছাটাই শেষ হয়ে গিয়েছিল।''
ওয়ানডে ক্রিকেটে শিখর ধাওয়ানের ধারাবাহিকতা ছিল দেখার মতো। ওয়ানডে-তে ৬,৭৯৩ রান করেন তিনি। ১৭টি সেঞ্চুরি এবং ৩৯টি হাফ সেঞ্চুরি করেন ধাওয়ান।
আন্তর্জাতিক কেরিয়ার উল্লেখযোগ্য হলেও আইপিএলেও ধাওয়ানের ব্যাট কথা বলে। সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংসের জার্সিতে খেলেছেন তিনি। ২২২টি আইপিএল ম্যাচ থেকে ৬,৭৬৯ রান তিনি করেছেন। দুটো সেঞ্চুরি এবং ৫১টি হাফ সেঞ্চুরি করেন তিনি। সেই ধাওয়ান আগস্ট মাসে অবসর নিয়ে নেন। এতদিন পরে জানালেন সরে যাওয়ার আসল কারণ।
