আজকাল ওয়েবডেস্ক:‌ বিচ্ছেদ হয়েছে আগেই। ফের বিয়ের পিঁড়িতে বসছেন শিখর ধাওয়ান। আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর আগের বিয়ের সম্পর্ক বিচ্ছেদে শেষ হয়েছে। অবশেষে অতীত যন্ত্রণা ভুলে আবার বিয়ে করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। বান্ধবী সোফিয়া সাইনের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেললেন শিখর ধাওয়ান। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দিয়ে নতুন ইনিংসের কথা জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটের ‘‌গব্বর’‌। 
ইনস্টাগ্রামে দু’‌জনের ছবি দিয়ে ক্যাপশনে ধাওয়ান লিখেছেন, ‘‌আজীবনের পথচলার সূচনা।’ সঙ্গে ক্যাপশনে শিখর লিখেছেন, ‘একসঙ্গে হাসি থেকে একসঙ্গে স্বপ্ন দেখা। এত ভালবাসা পেয়ে ধন্য। চিরকাল একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি। সবার শুভেচ্ছা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞ।’


এটা ঘটনা, শিখরের জীবনে নতুন ইনিংস শুরুর ইঙ্গিত মেলে ২০২৪ সালের শেষের দিকে। সোফিয়ার সঙ্গে ঘনিষ্ঠমহলে দেখা যায় তাঁকে। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে ভারতীয় দলের ম্যাচ দেখতে দুবাইয়ে সোফিয়ার সঙ্গে হাজির ছিলেন ধাওয়ান। তারপর একসঙ্গে ছবি দিয়ে ‘মাই লাভ’ বলে সবটা স্বীকারও করে নেন।
জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহেই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ধাওয়ান–সোফিয়া। দিল্লি এনসিআরে বিয়ের অনুষ্ঠান হবে। ক্রিকেটমহল ও বলিউডের অনেক তারকা উপস্থিত হতে পারেন তাঁদের বিয়েতে। ইতিমধ্যে জমকালো অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ধাওয়ানের ঘনিষ্ঠ ও এই বিয়ের প্রস্তুতির সঙ্গে যুক্ত এক সূত্র একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‌ওদের জীবন নতুন ছন্দে শুরু হতে চলেছে। দু’জনেই এই সম্পর্কে অত্যন্ত খুশি।’‌ তিনি আরও জানিয়েছেন, বিয়ের সমস্ত পরিকল্পনা ধাওয়ান নিজের হাতে পরিচালনা করছেন।


এর আগে অস্ট্রেলিয়া নিবাসী বঙ্গকন্যা আয়েশার সঙ্গে বিয়ে হয় ধাওয়ানের। তাঁদের একটি পুত্রও আছে। তাছাড়াও বিয়ের পর আয়েশার দুই কন্যাকে দত্তক নেন শিখর। অবশেষে ২০২৪ সালে শিখর–আয়েশার বিচ্ছেদ হয়।


প্রসঙ্গত, দেশের হয়ে ৩৪ টেস্টে ২৩১৫ রান রয়েছে ধাওয়ানের। রয়েছে সাত শতরান। সর্বোচ্চ ১৯০। ১৬৭ একদিনের ম্যাচে করেছেন ৬৭৯৩ রান। শতরান ১৭টি। সর্বোচ্চ ১৪৩। আর ৬৮ টি–২০ তে করেছেন ১৭৫৯ রান। সর্বোচ্চ ৯২।