আজকাল ওয়েবডেস্ক:‌ তিনি শিখর ধাওয়ান। চওড়া হাসি। ব্যাট হাতে প্রতিপক্ষকে খুন করতেন। তাঁর ক্রিকেট কেরিয়ার তো বটেই, ব্যক্তিগত জীবনেও রয়েছে হাজারো গল্প। সেই গল্পই এবার সকলের কাছে তুলে ধরতে চাইছেন শিখর ধাওয়ান।


মঙ্গলবার ধাওয়ান জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে তাঁর আত্মজীবনী ‘দ্য ওয়ান।’ ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেছেন শিখর। ক্রিকেট কেরিয়ারের নানা মুহূর্ত, নানা সাফল্যের ঝলক মিলেছে সেই রিলে। সঙ্গে শিখরের ঘোষণা, ‘‌জীবনের সব জয়গুলো হাইলাইটে ধরা পড়ে না। প্রত্যেকটা হারের হিসেব রাখে না স্কোরবোর্ড। সেই না বলা গল্প এবার তুলে ধরবে ‘দ্য ওয়ান’। জীবনের প্রত্যেকটা শিক্ষা, ভুলতে শেখা, প্রত্যেক মুহূর্তে সব ভুলে এগিয়ে যাওয়া–সবকিছুই থাকবে এই বইয়ে।’‌


নিজের জীবনের কিছু গল্পও এই রিলে তুলে ধরেছেন ধাওয়ান। দিল্লির ছোট্ট ছেলে কীভাবে জাতীয় দলের অন্যতম স্তম্ভ হয়ে উঠলেন, কীভাবে ব্যক্তিগত জীবনের সমস্যা তাঁকে জর্জরিত করে তুলেছিল–সেই নিয়ে আত্মজীবনীতে খোলাখুলিভাবে কথা বলবেন ভারতীয় ক্রিকেটার। উল্লেখ্য, গত বছর ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শিখর ধাওয়ান। ২০১৩ সালে অভিষেক করা ধাওয়ান দেশের হয়ে ১৬৭টি ওয়ানডে, ৩৪টি টেস্ট এবং ৬৮টি টি–২০ খেলেছেন। ওয়ানডেতে প্রায় ৪৪ গড়ে ৬৭৯৩ রান করেছেন ধাওয়ান। একদিনের ক্রিকেটে ১৭টি সেঞ্চুরি এবং ৩৯টি অর্ধশতরানের মালিক তিনি। টেস্টে ৪০.৬১ গড়ে ধাওয়ানের সংগ্রহ ২৩১৫ রান। টি২০ ক্রিকেটে ১৭৫৯ রান করেছেন ধাওয়ান।


আর ব্যক্তিগত জীবন?‌ ওটার উত্তর না হয় মিলবে আত্মজীবনীতে।