আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে নিযুক্ত হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার শন টেট। তাঁর সঙ্গে চুক্তি ২০২৭ সালের নভেম্বর অবধি। প্রসঙ্গত, ২০২৭ সালেই রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। 


আন্দ্রে অ্যাডামসের স্থলাভিষিক্ত হলেন ৪২ বছরের টেট। 


২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন টেট। দেশের হয়ে ৫৯ আন্তর্জাতিক ম্যাচে নিয়েছেন ৯৫ উইকেট। কোচ হিসেবেও অভিজ্ঞতা রয়েছে টেটের। এর আগে কাজ করেছেন পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান দলের সঙ্গে।


নতুন দায়িত্ব পেয়ে টেট বলেছেন, ‘‌বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হতে পেরে ভাল লাগছে। তরুণ প্রতিভাদের সঙ্গে কাজ করতে পারব। আন্তর্জাতিক ক্রিকেটে ফলাফলই আসল।’‌ 


বাংলাদেশ দলের হেড কোচ এখন ফিল সিমন্স। টেটের কথায়, ‘‌এরকম একজন বড় ক্রিকেটারের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।’‌


এটা ঘটনা গত টি২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মোটেও ভাল যায়নি বাংলাদেশের। আগামী বছর রয়েছে আবার টি২০ বিশ্বকাপ। তার পরের বছর ওয়ানডে বিশ্বকাপ। তার আগে কোচিং স্টাফে বড় রদবদল করল বাংলাদেশ দল।