আজকাল ওয়েবডেস্ক: কাউন্টি ক্রিকেটে অভিষেক হতে চলেছে শার্দূল ঠাকুরের। জাতীয় দলে সুযোগ না পেয়ে এবার বিদেশে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিলেন ভারতীয় অলরাউন্ডার। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে এসেক্সের হয়ে সাতটি ম্যাচ খেলবেন শার্দূল। মঙ্গলবার এই ঘোষণা করা হয়। গত আট বছরে ভারতের হয়ে ১১টি টেস্ট খেলেছেন তিনি। খেলেছেন ৪৭টি একদিনের ম্যাচ এবং ২৫টি টি-২০। এবার কাউন্টি ক্রিকেটে অভিষেক হতে চলেছে ৩৩ বছরের অলরাউন্ডারের। ব্যাটে এবং বলে সমান দক্ষতা রয়েছে শার্দূলের। বর্তমানে ফর্মে রয়েছেন তিনি। গত মাসে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের দ্বিতীয় শতরান করেন। রঞ্জি ট্রফিতে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে ১১৯ রান করেন। পরের ম্যাচে মেঘালয়ের বিরুদ্ধে ৮৪ রান করেন। একই ম্যাচে হ্যাটট্রিকও করেন। কিন্তু বর্তমানে জাতীয় দল থেকে ব্রাত্য তিনি। ২০২৩ বিশ্বকাপে শেষবার দেশের জার্সিতে খেলেন।
রঞ্জিতে ভাল খেলার পর, জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে হতাশা ব্যক্ত করেন শার্দূল। জানান, নাম নয়, ফর্মের বিচারে জাতীয় দলে জায়গা হওয়া উচিত। এবার কাউন্টি অভিষেক নিয়ে উত্তেজিত। শার্দূল বলেন, 'এই মরশুমে এসেক্সে যোগ দিতে পেরে আমি খুবই উত্তেজিত। নিজের দক্ষতা এবং প্রতিভা দেখানোর আরও একটা মঞ্চ পাব। আমি সবসময় কাউন্টি খেলতে চাইতাম। ঈগলসদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি খুশি।' এসেক্সের ক্রিকেট ডিরেক্টর ক্রিস সিলভারউড বলেন, 'এবার আমরা একজন ভাল জোরে বোলার এবং লোয়ার অর্ডার ব্যাটারের খোঁজে ছিলাম। এই জায়গার জন্য শার্দূল আদর্শ। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ও কেমন খেলে সেটা দেখার অপেক্ষায়।' আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থাকেন শার্দূল। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে ইংলিশ কন্ডিশনে গেম টাইম পাবেন ভারতীয় অলরাউন্ডার।
