আজকাল ওয়েবডেস্ক:‌ পাক ক্রিকেটে ফের অধিনায়ক বদল হচ্ছে। এবার সরিয়ে দেওয়া হতে চলেছে টেস্ট অধিনায়ক শান মাসুদকে। সূত্রের খবর, মুলতান টেস্টে হারের পরেই অধিনায়ককে সরানোর সিদ্ধান্ত একপ্রকার নিয়েই ফেলেছে পিসিবি। প্রসঙ্গত, মাসুদের অধিনায়কত্বে ঘরের মাঠে একটিও টেস্ট জেতেনি পাকিস্তান। উপরন্তু বাংলাদেশের কাছে ঘরের মাঠে ০–২ হারতে হয়েছে। ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচেও হার। তাও আবার ইনিংসে এবং প্রথম ইনিংসে ৫০০–র উপর রান করে। এরকম ঘটনা টেস্ট ক্রিকেটে এই প্রথম।


যদিও মুলতান টেস্টে ব্যাটে সফল মাসুদ। করেছেন ১৫১। সূত্রের খবর, চলতি সিরিজের পরেই সরানো হবে মাসুদকে। নতুন অধিনায়ক হিসেবে শোনা যাচ্ছে, শৌদ শাকিল, মহম্মদ রিজওয়ান ও সলমন আলি আঘার নাম। এই তিন জনের মধ্যে কাউকে বেছে নিতে পারে পিসিবি। 


এদিকে মুলতান টেস্টে হারের পর গোটা দোষটাই বোলারদের উপর চাপিয়েছেন মাসুদ। পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড তুলেছিল ৮২৩/‌৭। এরপর দ্বিতীয় ইনিংসে ২২০ রানে শেষ হয়ে যায় পাকিস্তান। ইনিংস ও ৪৭ রানে জিতে যায় ইংল্যান্ড। 


যদিও সাফাই হিসেবে মাসুদ বলেছেন, ২০২২ সালের পর মুলতানে পাকিস্তান টেস্ট খেললেও পিচের চরিত্র নিয়ে কিউরেটর কিংবা গ্রাউন্ডসম্যানদের সঙ্গে কথা বলার সুযোগ পাননি তারা।