আজকাল ওয়েবডেস্ক: রাজস্থান রয়্যালস ছাড়তে চান সঞ্জু স্যামসনদীর্ঘদিন ধরে এই ফ্রাঞ্জাইজিতে খেলছেন স্যামসনকয়েক সপ্তাহ আগেই শোনা গিয়েছিল, রাজস্থান রয়্যালসের বেশ কয়েকজন ক্রিকেটারকে ট্রেডিংয়ে নিতে চাইছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে রয়েছেন খোদ ক্যাপ্টেন সঞ্জু স্যামসনও। রাজস্থান ক্যাপ্টেন নিজেও দল ছাড়তে চান। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, রাজস্থান রয়্যালসকে ক্যাপ্টেন সঞ্জু স্যামসন অনুরোধ করেছেন তাঁকে রিলিজ করার জন্য।

এদিকে ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, সঞ্জু স্যামসনের নতুন ঠিকানা হতে পারে কলকাতা নাইট রাইডার্সশাহরুখ খানের দলে অধিনায়কও হতে পারেন তিনি।

আরও পড়ুন: সুযোগ পেয়েও কাজ লাগাতে পারেননি ভারতের তারকা ক্রিকেটার, দশে চার দিলেন পাঠান, সমালোচনায় রক্তাক্ত করলেন তাঁকে

এ তো নয় জল্পনার কথা। রাজস্থান রয়্যালস ছেড়ে সঞ্জুর পরবর্তী গন্তব্য হতে পারে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সঞ্জু স্যামসনের সঙ্গে রাজস্থান রয়্যালসের সম্পর্ক তো ভাল। তাহলে কেন সঞ্জু রাজস্থান ছাড়তে যাবেন।

আকাশ চোপড়া মনে করছেন বৈভব সূর্যবংশীর জন্যই সঞ্জু রাজস্থান ছাড়তে চাইছেন। ১৪ বছরের এক কিশোর এসে জায়গা নিয়ে নিচ্ছেন সঞ্জুর? আকাশ চোপড়া ব্যাখ্যা দিয়ে বলছেন, ''সঞ্জু স্যামসন কেন চলে যেতে চাইছে? শেষ মেগা অকশন যেটা হল, সেই সময়ে জস বাটলারকে ছেড়ে দেয় রাজস্থান। কারণ যশস্বী এসে গিয়েছিল। এবং সঞ্জু ওপেন করতে চেয়েছিলসঞ্জু ও রাজস্থান খুব ঘনিষ্ঠ''

আকাশ চোপড়ার অনুমান, সূর্যবংশীর উত্থানের জন্য হয়তো সঞ্জু সরে যেতে চাইছেন রাজস্থান থেকে। বৈভব সূর্যবংশী এসে যাওয়ায় দু'জন ওপেনার মোটামুটি স্থির হয়ে গিয়েছে রাজস্থানে। এছাড়াও ধ্রুব জুড়েলকে রাজস্থান উপরের দিকে ব্যাট করতে পাঠাতে চায়। সেই কারণে সঞ্জু সরে যেতে চাইছেন।

২০২৫ সালের আইপিএলে সঞ্জু স্যামসন ২৮৫ রান করেন। ন'টি ইনিংস তিনি খেলেন। অন্যদিকে সূর্যবংশীর অভিষেক দুর্দান্ত হয়। সাতটি ইনিংসে ২৫২ রান করেন ১৪ বছরের কিশোর। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির মালিক সূর্যবংশী। 

আইপিএলের নিলামে কোটিপতি খেলোয়াড় হন  সূর্যবংশী। আইপিএলে সোয়াই মান সিং স্টেডিয়ামে দ্রুততম সেঞ্চুরি হাঁকান সূর্যবংশী। ইংল্যান্ডে অনুষ্ঠিত ভারতের অনূর্ধ্ব ১৯ সফরেও সূর্যবংশী ওয়ানডেতে দারুণ পারফরম্যান্স তুলে ধরেন। উদ্বোধনী ম্যাচে ১৯ বলে ৪৮ রান করেন সূর্যবংশী। দ্বিতীয় ম্যাচে ৩৪ বলে ৪৫ রান করেন তিনি। তৃতীয় ওয়ানডে-তে মাত্র ২০ বলে পঞ্চাশ করেন বাঁ হাতি ক্রিকেটার। তবে আইকনিক ইনিংসটা খেলেন উরসেস্টারে। মাত্র ৫২ বলে সূর্যবংশী সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেঞ্চুরি করার পরে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি। শেষ পর্যন্ত ৭৮ বলে ১৪৩ রান করেন সূর্যবংশী। সব মিলিয়ে ৩৫৫ রান করেন তিনি। টেস্ট ফরম্যাটে অবশ্য সূর্যবংশী ওয়ানডের মতো বিধ্বংসী মেজাজে ধরা দেননি। চারটি ইনিংসে ৯০ রান করেন।  সূর্যবংশী মানেই রেকর্ড আর রেকর্ড। 

১৪ বছর বয়সী এই কিশোর এবার বল হাতেও গড়ে ফেললেন নতুন কীর্তি। ভারতীয়দের মধ্যে যুব টেস্টে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়ার রেকর্ড এখন সূর্যবংশীর ঝুলিতে। ইংল্যান্ডে দুরন্ত পারফরম্যান্সের জন্য অস্ট্রেলিয়ার দলে ডাক পেয়েছেন বৈভব সূর্যবংশী। 

আরও পড়ুন: গৃহস্থের গর্ব, পড়শির ঈর্ষা, সিরাজের কব্জিতে প্রায় ৬ কোটির দামি জিনিস শোভা পায়, দেখলে চোখ ধাঁধিয়ে যাবে