বিশাল ভরদ্বাজ পরিচালিত ও রোমিও এ বছর বলিউডের সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত ছবিগুলির অন্যতম। শাহিদ কাপুর ও তৃপ্তি দিমরির জুটিতে তৈরি এই রোম্যান্টিক-ডার্ক ড্রামায় রয়েছে প্রেম, প্রতারণা আর প্রতিশোধের জটিল খেলা। ছবির গল্প যেমন কৌতূহল জাগাচ্ছে, তেমনই চর্চায় উঠে এসেছে তারকাদের পারিশ্রমিকও।চলুন দেখে, নেওয়া যাক ‘ও রোমিও’-র প্রধান অভিনেতা-অভিনেত্রীরা কে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন -
2
7
শাহিদ কাপুর: ছবিতে শাহিদ কাপুরকে দেখা যাবে একজন পেশাদার খুনির চরিত্রে-নাম ‘উস্তারা’। ‘আফশা’র প্রেমে পড়ে তিনি জড়িয়ে পড়েন ভালবাসা, বিশ্বাসঘাতকতা ও প্রতিহিংসার এক ভয়ঙ্কর খেলায়। এই চরিত্রে অভিনয়ের জন্য শাহিদ নাকি নিয়েছেন ৪৫ কোটি টাকা! যা এই ছবিতে এক অভিনেতার সর্বোচ্চ পারিশ্রমিক।
3
7
তৃপ্তি দিমরি: তৃপ্তি দিমরি অভিনয় করেছেন ‘আফশা’র চরিত্রে -একজন সরল, নির্দোষ মেয়ে, যার জীবন এক মুহূর্তে উল্টে যায়।জোর ফিসফাস, এই চরিত্রের জন্য তাঁর পারিশ্রমিক ৬ কোটি টাকা।
4
7
অবিনাশ তিওয়ারি: ছবির অন্যতম বড় চমক অবিনাশ তিওয়ারি। তিনি ‘ও রোমিও’-তে অভিনয় করেছেন এক নির্মম খলনায়কের ভূমিকায়।এই চরিত্রের জন্য পারিশ্রমিক হিসেবে তিনি পেয়েছেন ৭ কোটি টাকা।
5
7
তামান্না ভাটিয়া: বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ছবিতে ‘রাবিয়া’ চরিত্রে দেখা যাবে তামান্না ভাটিয়াকে। তিনি ছবির সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। জানা যাচ্ছে, ও রোমিও-র জন্য তাঁর ফি ৭ কোটি টাকা।
6
7
দিশা পটানি: দিশা পটানি ছবিতে নৃত্যশিল্পী ‘জুলি’র চরিত্রে অভিনয় করেছেন। খবর, এই চরিত্রের জন্য তিনি পেয়েছেন ২ কোটি টাকা।
7
7
নানা পটেকর: বর্ষীয়ান জনপ্রিয় অভিনেতা নানা পটেকরকে দেখা যাবে ইসমাইল খানের ভূমিকায়। ছবিতে তাঁর চরিত্রটি নাকি বেশ অন্যরকম ও আলাদা স্বাদের। এই চরিত্রের জন্য নানা পটেকর পারিশ্রমিক নিয়েছেন ৪ কোটি টাকা।