তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী বাংলায়। গতকালের তুলনায় আজ একধাক্কায় অনেকটাই বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। জানুয়ারির শেষভাগে শহর থেকে উধাও শীতের আমেজ। জেনে নেওয়া যাক আবহাওয়ার লেটেস্ট আপডেট।
2
6
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে ঘূর্ণাবর্ত ছিল, তা এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এর ফলে গোটা অঞ্চলে শুষ্ক আবহাওয়া বিরাজ করেছে।
3
6
উত্তরবঙ্গের দার্জিলিং ও কোচবিহার জেলায় এক–দু’টি স্থানে হালকা কুয়াশা লক্ষ্য করা গেছে। দক্ষিণবঙ্গের এক–দু’টি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে রাজ্যের অন্যান্য অংশে আজকের সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন দেখা যায়নি।
4
6
দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বহু জায়গায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থেকে অনেকটাই বেশি ছিল। রাজ্যের বাকি অংশে তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক। এদিন দক্ষিণবঙ্গের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কল্যাণীতে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।
5
6
উত্তরবঙ্গের সমতল এলাকায় কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। আর রাজ্যের পাহাড়ি এলাকায় দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৪.৮ ডিগ্রি সেলসিয়াসে।
6
6
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী চারদিন উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে থাকবে সব জেলায়।