আজকাল ওয়েবডেস্ক: আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে অনিশ্চয়তার মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিয়ে নতুন করে কটাক্ষ করল আইসল্যান্ড ক্রিকেট।

টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে পাকিস্তানের বয়কটের জল্পনা চলছেই। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পিসিবিকে কটাক্ষ করে আলোচনায় উঠে এসেছে আইসল্যান্ড ক্রিকেট।

পাকিস্তান তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে শুক্রবার অথবা আগামী সোমবার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

এরই মধ্যে গত সপ্তাহে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে তার জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশের এই সিদ্ধান্তের পিছনে ছিল নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ।

যার জেরে তারা ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি নয় বলে জানিয়ে দেয়। এই পরিস্থিতিতে আইসল্যান্ড ক্রিকেট সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে রসিকতা করে জানায়, পাকিস্তান যদি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তাহলে তারা প্রস্তুত বদলি দল হিসেবে নাম লেখাতে।

আইসল্যান্ড ক্রিকেটের পোস্টে লেখা হয়, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পাকিস্তানের দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার। যদি তারা ২ ফেব্রুয়ারি সরে দাঁড়ায়, আমরা সঙ্গে সঙ্গে রওনা দিতে প্রস্তুত। যদিও ৭ ফেব্রুয়ারির আগে কলম্বো পৌঁছানোর ফ্লাইটের সূচি বড়ই ঝামেলার। আমাদের ওপেনার তো অনিদ্রায় ভোগে!’

পোস্টের সঙ্গে কেফলাভিক থেকে কলম্বো যাওয়ার পরিকল্পনার একটি স্ক্রিনশটও শেয়ার করা হয়। যা শেষ মুহূর্তে ডাক পাওয়ার ‘লজিস্টিক্যাল’ জটিলতাকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরে।

এদিকে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, সব বিকল্পই খোলা রয়েছে এবং শুক্রবার অথবা আগামী সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার আইসিসির সিদ্ধান্তের বিরোধিতা করছে পাকিস্তান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের মাটিতে নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে খেলতে অস্বীকার করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, পাকিস্তান ২০ দলের এই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের স্কোয়াড ঘোষণা করেছে। ঘোষিত দলটি প্রায় একই, যেটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে, মাত্র একটি পরিবর্তন ছাড়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে আলোচিত প্রতিদ্বন্দ্বিতায় ফের উত্তেজনা বাড়াল ভারতের নতুন প্রোমোশনাল ভিডিও। স্টার স্পোর্টসে প্রকাশিত এই ভিডিওতে যে পাকিস্তানকেই খোঁচা দেওয়া হয়েছে তাতে কোনও সন্দেহ নেই।

আগামী ১৫ ফেব্রুয়ারি হেভিওয়েট ভারত–পাকিস্তান ম্যাচ। তার আগে ভাইরাল হয়েছে বিশ্বকাপের এই প্রোমো। ক্রিকেটপ্রেমীরা অনেকেই এই প্রোমোকে পাকিস্তানের সাম্প্রতিক অস্ট্রেলিয়া সিরিজের ভিডিওর পাল্টা জবাব হিসেবে দেখছেন।

সেখানে ভারতের সঙ্গে ‘নো-হ্যান্ডশেক’ বিতর্ককে ঘিরে খোঁচা দিয়েছিল পাকিস্তান। হালকা রসিকতা ও আত্মবিশ্বাসের ভঙ্গিতে তৈরি এই ভিডিওতে দেখা গেছে জনপ্রিয় ভারতীয় ইউটিউবার অভিষেক মালহানকে।

ভারতীয় জার্সি পরা সমর্থকদের সঙ্গে এক পাকিস্তানি সমর্থকের মজার কথোপকথনের মাধ্যমে তুলে ধরা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে এই প্রতিদ্বন্দ্বিতা কীভাবে একতরফা হয়ে উঠেছে।

মাঠের পারফরম্যান্সেও তার প্রতিফলন দেখা গেছে। গত বছর এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোর ম্যাচের আগে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বাড়তি গুরুত্ব দিতে চাননি।

তবে টুর্নামেন্ট এগোনোর সঙ্গে সঙ্গে তাঁর সেই মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এশিয়া কাপে ভারত পাকিস্তানকে তিনবার হারায়। গ্রুপ পর্বে, সুপার ফোরে এবং ফাইনালে।