আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দলে যখন সুযোগ পাচ্ছিলেন না, সেই সময়ে সোশ্যাল মিডিয়ায় করুণ নায়ার লিখেছিলেন, ''ডিয়ার ক্রিকেট আরও একটা সুযোগ আমাকে দিও''

করুণ নায়ারের কথা রেখেছিলেন ক্রিকেট দেবতা। ইংল্যান্ড সিরিজে তিনি ডাক পান। রোহিত শর্মা ও বিরট কোহলি টেস্ট ফরম্যাট থেকে অবসর গ্রহণ করায় করুণ নায়ারের উপর এসে পড়েছিল মিডল অর্ডারের ভার। কিন্তু যে সুযোগ চলে এসেছিল করুণ নায়ারের কাছে, সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি

তিনি। চারটি টেস্টে তিনি নামেন। আটটি ইনিংসে করুণ নায়ার মাত্র ২০৫ রান করেন। মাত্র একটি অর্ধশতরান করেন নায়ার। তাও আবার ওভাল টেস্টের প্রথম ইনিংসে

আরও পড়ুন: বিরল নজির গড়লেন শাহিন আফ্রিদি, বিশ্বের তাবড় তাবড় বোলারদেরও নেই এই নজির 

করুণ নায়ারের কাছ থেকে প্রত্যাশা অনেক ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। ভারতের প্রাক্তন পেসার ইরফান পাঠান ছেড়ে কথা বলেননি করুণ নায়ারকে। তীব্র সমালোচনা করেন পাঠান। তাঁকে দশের মধ্যে চার দেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। পাঠান বলেছেন, ''করুণ নায়ার দশের মধ্যে চার পাবে। কেন? সিরিজে যে কটা ম্যাচে খেলেছে, সেই ম্যাচগুলোয় শুরুটা করেছিল। কিন্তু মাত্র একটা অর্ধ শতরান করেন। অনেক সুযোগ পেয়েছিল। ক্রিকেট ওকে দ্বিতীয় সুযোগ দিয়েছিল। তবে সুযোগের সদ্ব্যবহার করার দরকার ছিল। সেটা করতে পারেনি নায়ার। বিশেষ করে লর্ডস টেস্ট করুণ নায়ার ভারতকে ম্যাচ জেতাতে পারত। কিন্তু ও পারেনি''

ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে চোট পেয়েছিলেন করুণ নায়ার। ব্যাট করতে নেমে আচমকা লাফিয়ে ওঠা বলে আঙুলে হালকা চোট পেয়েছিলেন তিনি। চোট চোট লাগার পর তাঁর মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। প্রাথমিক শুশ্রুষার পর তিনি ব্যাটও করেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। পাঠান বলছেন, ''ওকে দেখে মনে হত ভাল খেলছে। গঠন করত ভাল কিন্তু হঠাৎই বাজে একটা শট খেলে আউট হয়ে যেত। ওভালে ওকে যখন বাউন্সার দেওয়া শুরু হল, তখন করুণ নায়ারকে কাঁপতে দেখা গিয়েছে। মনে হয়েছে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। সেই কারণে ওকে চার পয়েন্ট দিলাম''

ওভালের ওই চোটের জন্য দলীপ ট্রফিতে মধ্যাঞ্চলের বিরুদ্ধে খেলতে পারবেন না করুণ নায়ার। ইংল্যান্ডে টেস্ট ম্যাচ চলাকালীন জানা গিয়েছিল, করুণ নায়ার বিদর্ভ ছেড়ে নিজ রাজ্য কর্নাটকের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন

তিন বছর তিনি খেলেছিলেন বিদর্ভের হয়ে। ২০২৪–২৫ মরসুমে বিদর্ভ রনজি চ্যাম্পিয়ন হয়েছিল। জয়ের পিছনে বড় ভূমিকা ছিল করুণ নায়ারের। করেছিলেন ৮৬৩ রান। গড় ছিল ৫৩। কেরলের বিরুদ্ধে ফাইনালে শতরানও ছিল নায়ারের। এই দুরন্ত পারফরম্যান্সের পরেই টেস্ট দলে সুযোগ হয় নায়ারের। দীর্ঘ আট বছর পর। সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই। ২০১৭ সালে এই ইংল্যান্ডের বিরুদ্ধেও টেস্টে ৩০০ করেছিলেন নায়ার। আট বছর পর অবশ্য একটি শতরানও করতে পারেননি। করেন মাত্র একটি হাফ সেঞ্চুরি। সেই কারণে করুণ নায়ারকে সমালোচনা সমালোচনায় ধুয়ে দিলেন পাঠান। 

আরও পড়ুন: চোটের জন্য নেই পাঁচ ফুটবলার, সমস্যা ভুলে আজই শেষ আটের ছাড়পত্র সংগ্রহ করতে বদ্ধপরিকর মোলিনা...