আজকাল ওয়েবডেস্ক:‌ বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিতে দাপট আরও বাড়ল ভারতের। চেয়ারম্যান জয় শাহর পর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে দায়িত্ব নিচ্ছেন সংযোগ গুপ্তা। তিনি আইসিসির সপ্তম সিইও।


বর্তমানে জিওস্টারের স্পোর্টস অ্যান্ড লাইভ বিভাগের সিইও হিসাবে কর্মরত সংযোগ। তাঁকেই আইসিসির পরবর্তী সিইও হিসাবে বেছে নিয়েছে আইসিসির নমিনেশন কমিটি। পাঁচ সদস্যের প্রত্যেকেই সম্মতি দিয়েছেন সংযোগের নিয়োগে। প্রসঙ্গত, ২৫ দেশ থেকে আড়াই হাজারেরও বেশি আবেদন জমা পড়েছিল সিইও পদের জন্য। শেষ পর্যন্ত সিইও নিযুক্ত হয়ে আপ্লুত সংযোগ। তাঁর মতে, আগামী দিনে ক্রিকেটকে ভক্তদের আরও কাছে পৌঁছে দিতে কাজ করবেন তিনি।


এটা ঘটনা, আইসিসির চিফ এক্সিকিউটিভ অফিসার পদটি বেশ গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার সূচি তৈরি, বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের সমন্বয়, আইসিসির সম্প্রচার স্বত্ত্ব, সবটাই দেখতে হয় চিফ এক্সিকিউটিভকে। তাছাড়া আইসিসির সদস্য দেশগুলির মধ্যে সমন্বয়ের কাজটাও চিফ এক্সিকিউটিভই করে থাকেন। এতদিন আইসিসির চিফ এক্সিকিউটিভ পদে ছিলেন অস্ট্রেলিয়ার জিওফ অ্যালার্ডিস। তাঁর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। 


তবে একাধিক চ্যালেঞ্জ রয়েছে সংযোগের সামনে। ভারত–পাক উত্তেজনার আবহে আর হয়ত আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চাইবে না টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে ধাক্কা খাবে সম্প্রচারকারীদের থেকে প্রাপ্ত আয়। আবার সূচি তৈরিও কঠিন হবে। এদিকে ফ্র্যাঞ্চাইজি লিগগুলির চাপে সঙ্কুচিত হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের পরিসর। সেটাও নজর রাখতে হবে তাঁকে। সবমিলিয়ে কঠিন চ্যালেঞ্জের মধ্যেই সোমবার থেকে আইসিসি সিইও হিসাবে দায়িত্ব নিচ্ছেন সংযোগ। আর সংযোগের জায়গায় জিওস্টারের দায়িত্ব সামলাবেন ঈষান চ্যাটার্জি।