আজকাল ওয়েবডেস্ক: শেষ ওভারে হরমনপ্রীত কৌরের ব্যাটিং কৌশল নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তীব্র সমালোচিত হচ্ছে ভারতের অধিনায়ক। কিন্তু দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর প্রশংসা করলেন দেশের মহিলা দলের অধিনায়কের। আর তার পরই সোশ্যাল মিডিয়ায় সঞ্জয় মঞ্জরেকর ট্রোলিংয়ের শিকার হলেন।
শেষ ওভারে ১৪ রান প্রয়োজন ছিল ভারতের। স্ট্রাইকে ছিলেন হরমনপ্রীত। ততক্ষণে অর্ধশতরান সম্পূর্ণ করে ফেলেছেন ভারত অধিনায়ক। আশা করা গিয়েছিল, শেষ ওভারে স্ট্রাইক ধরে রেখে দলকে জয় এনে দেবেন হরমন। কিন্তু প্রথম বলেই রান নেন। স্ট্রাইক পান পূজা ভস্ত্রকার। পরপর ৪ উইকেট হারায় ভারত। চতুর্থ বলে স্ট্রাইক ফিরে পান ভারত অধিনায়ক। আবার এক রান নিয়ে শ্রেয়াঙ্কাকে স্ট্রাইক দেন। ২ বলে ১২ রান দরকার ছিল। কিন্তু ওয়াইড বলে রান আউট হন শ্রেয়াঙ্কা। পরের বলেই আউট রাধা যাদব।
নিজে শেষ ওভার না খেলে, বাকিদের স্ট্রাইক দেওয়া নিয়ে সমালোচনার ঝড় চলছে। ক্রিজে সেট ব্যাটার তিনিই ছিলেন। তারওপর ৫০ রান সম্পূর্ণ করে ফেলেছিলেন। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। এরকম পরিস্থিতিতে উতরে দিতে একমাত্র তিনিই পারতেন। কিন্তু চাপের মুখে জুনিয়রদের ঠেলে দেওয়া ভালভাবে নেননি ক্রিকেট বিশেষজ্ঞরা।
সঞ্জয় মঞ্জরেকর কিন্তু সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ''ভারত ছাড়া অন্য কোনও দল এরকম কঠিন পিচে অস্ট্রেলিয়ার দেওয়া বড় রানের টার্গেটের কাছাকাছি পৌঁছতে পারত না। আমি বলব, ওয়েল ডান ইন্ডিয়া। হরমন কী দুর্দান্ত এক তারকা ক্রিকেটার!''
সঞ্জয় মঞ্জরেকরের এহেন প্রশংসা পছন্দ করেননি ক্রিকেটভক্তরা। তাঁরা মঞ্জরেকরকে পালটা কটাক্ষ করেছেন। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ''গড়পরতা পারফরম্যান্সের জন্য একজন সাধারণ প্লেয়ারই কেবল প্রশংসা করতে পারেন। এই সেই লোক যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে বিরাট কোহলির ইনিংসের সমালোচনা করেছিলেন।''
আরেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ''কেবল মঞ্জরেকরই পারেন মঞ্জরেকরের মতো ব্যাটিং পারফরম্যান্সকে প্রশংসা করতে। জিততেই হবে এমন ম্যাচে নেমে হরমনপ্রীত কৌর মঞ্জরেকরের মতোই শ্লথ ব্যাটিং করলেন।''
