আজকাল ওয়েবডেস্ক: উপেক্ষিত সরফরাজ খান ইতিহাস গড়লেন। বিজয় হাজারে ট্রফিতে দ্রুততম হাফ সেঞ্চুরি করলেন তিনি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দল ঘোষিত হয়েছে।

সেই দলে জায়গা হয়নি সরফরাজের। মুম্বইয়ের ব্যাটার সরফরাজ ১৫ বলে পঞ্চাশ করেন পাঞ্জাবের বিরুদ্ধে। তাঁর আগে বরোদার অতীত শেঠ ১৬ বলে পঞ্চাশ করেছিলেন। সেটাই ছিল বিজয় হাজারে ট্রফিতে দ্রুততম পঞ্চাশ।

ছত্তীশগড়ের বিরুদ্ধে ২০২০-২১ সালে অতীত শেঠ এই রেকর্ড গড়েছিলেন। সরফরাজ প্রথম বল থেকেই এদিন মারমুখী মেজাজে ব্যাট করেন। অভিশেক শর্মার এক ওভারে ৩০ রান নেন সরফরাজ। শেষমেশ ২০ বলে ৬২ রানে ফেরেন মুম্বইয়ের ব্যাটার সরফরাজ। 

এমন দ্রুততম হাফ সেঞ্চুরির পরেও মুম্বই কিন্তু ম্যাচ হেরে যায় এক রানে। 

২১৬ রান তাড়া করছিল মুম্বই। অঙ্গকৃশ রঘুবংশী ও মুশির খান যথাক্রমে ২৩ ও ২১ রানে ফিরে যান। সরফরাজ ব্যাট করতে নেমে মুম্বইকে ম্যাচে রাখেন। মায়াঙ্ক মারকাণ্ডে ফিরিয়ে দেন সরফরাজকে। মারকাণ্ডে ফেরান অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। ৪৫ রানে ফেরেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে শ্রেয়স আইয়ার হয়তো প্রথম একাদশে থাকতে পারেন। পরে সূর্যকুমার যাদব, শিবম দুবে ও হার্দিক তামোর যথাক্রমে ১৫,১২ ও ১৫ করেন। 

পাঞ্জাবের ইনিংসে সর্বোচ্চ রান করেন রামনদীপ সিং (৭২)। আনমোলপ্রীত সিং ৭৫ বলে ৫৭ রামনের ইনিংস খেলেন। সব মিলিয়ে পাঞ্জাব ২১৬ রান তোলে। সেই রান তাড়া করতে নেমে এক রানে ম্যাচ হেরে যায় মুম্বই।