আজকাল ওয়েবডেস্ক: সাজিদ খানের ঘূর্ণিতে দিশাহারা ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। একসময়ে ২ উইকেট হারিয়ে ২১১ রান করেছিল ইংল্যান্ড। কিন্তু ১৮ বলে চার-চারটি উইকেট দ্রুত হারিয়ে সমস্যায় স্টোকসরা। ১৪ রান তুলতে সক্ষম হয়েছে ইংল্যান্ড। ২ উইকেটে ২১১ থেকে ইংল্যান্ড হয়ে যায় ৬ উইকেটে ২২৫। দিনের শেষে ইংল্যান্ডের রান ৬ উইকেটে ২৩৯।
ইংল্যান্ডের ইনিংসে ধস নামানোর পিছনে অবদান রয়েছে সাজিদ খানের। তাঁর স্পিনে বেসামাল ইংল্যান্ডের ইনিংস। ইংরেজরা এখনও ১২৭ রানে পিছিয়ে।
ইংল্যান্ড শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে শুরু করেছিল। ক্রলিকে আউট করে প্রথম আঘাত হানেন নোমান। এরপরে ওলি পোপকে বোল্ড করেন সাজিদ।
দুই ব্যাটারকে হারালেও বেন ডাকেট এবং জো রুট ইংল্যান্ডকে নিয়ে যান ২ উইকেটে ২১০ রানে। সাজিদ ফেরান রুটকে। তখন থেকেই শুরু হয় ধস।
পরের ওভারে সাজিদ ফেরান শতরানকারী ডাকেটকে। ১২৯ বলে ১১৪ রান করে ফেরেন তিনি। সেই ওভারের শেষ বলে হ্যারি ব্রুক আউট হন সাজিদের বলে।
এখানেই শেষ নয়। পরের ওভারে নোমান তুলে নেন বেন স্টোকসের উইকেট। ২ উইকেটে ২১১ থেকে ইংল্যান্ড হয়ে যায় ৬ উইকেটে ২২৫। ক্রিজে রয়েছেন জ্যামি স্মিথ এবং ব্রাইডন। সাজিদ খান নিয়েছেন ৪টি উইকেট, নোমানের নামের পাশে ২টি উইকেট। এর আগে পাকিস্তান থেমে যায় ৩৬৬ রানে।
