আজকাল ওয়েবডেস্ক: অবিশ্বাস্য সাবালেঙ্কা। চিনের প্রতিপক্ষ ঝেং কিনওয়েনকে হারিয়ে ইউহান ওপেন জিতে নিলেন তিনি।  বেলারুশের তারকা টানা তিনবার ইউহান ওপেন জয়ের নজির গড়েন। 

ঘরের মাঠে অনুষ্ঠিত ফাইনালে ফেভারিট ছিলেন ঝেং। প্রথম সেটে দাঁড়াতেই পারেননি চিনের তারকা। ৩৮ মিনিটে প্রথম সেট জিতে নেন শীর্ষ বাছাই সাবালেঙ্কা। দ্বিতীয় সেট জিতে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করেছিলেন চিনের ঝেং। কিন্তু তৃতীয় সেটে ফের সাবালেঙ্কা দাপট দেখান। শেষ পর্যন্ত সাবালেঙ্কা ৬-৩, ৫-৭, ৬-৩-এ ম্যাচ জিতে নেন। 

ইউহান ওপেনের ফাইনাল যেন ছিল চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেনের অ্যাকশন রিপ্লে। ঝেং আবার অলিম্পিক চ্যাম্পিয়ন। কিন্তু ইউহান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা জেতায় চারটি ম্যাচে তিনি অপরাজিত রইলেন ঝেংয়ের বিরুদ্ধে। 

চলতি বছর চারটি খেতাব জেতেন সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পরে বেলারুশের টেনিস তারকা জিতেছেন সিনসিনাতি, যুক্তরাষ্ট্র ওপেন ও ইউহান ওপেন। ইউহানে সাবালেঙ্কা জিতলেন টানা ১৭ ম্যাচ, ভেঙে দিলেন চেক প্রজাতন্ত্রের কিতোভার রেকর্ড। চিন সাবালেঙ্কার কাছে দ্বিতীয় ঘরে পর্যবসিত হল।