আজকাল ওয়েবডেস্ক: বাইশ গজে রোহিত শর্মার মজাদার কার্যকলাপের কথা কারোর অজানা নয়। সতীর্থদের বকুনি দেওয়া থেকে শুরু করে ফ্যানদের সঙ্গে মজার কথোপকথন, হিটম্যানকে আরও জনপ্রিয় করে তুলেছে। এবার আরও একবার এমনই একটি কাণ্ড ঘটালেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিজয় হাজারে ট্রফিতে মুম্বই এবং সিকিম ম্যাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। প্রত্যাশিতভাবেই ঘরোয়া ক্রিকেটে ফেরেন রোহিত। বিজয় হাজারেতে ফিরেই দর্শকদের অবাক করেন। ৯৪ বলে ১৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ইনিংসে ছিল ১৮টি চার এবং ৯টি ছয়। তাঁর ব্যাটে ভর করে ৮ উইকেটে জেতে মুম্বই। 

বুধবার জয়পুরে সোয়াই মানসিং স্টেডিয়ামের গ্যালারি থেকে একজন ফ্যান রোহিতকে জিজ্ঞেস করে, তিনি বড়া পাও খাবে কিনা? হাত নেড়ে 'না' বলেন তারকা ক্রিকেটার। এই ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বাউন্ডারি লাইনের কাছাকাছি ফিল্ডিং করছিলেন রোহিত। তাঁকে গ্যালারি থেকে প্রশ্ন ছোড়া হয়। প্রথমে কর্ণপাত করেননি। কিন্তু গ্যালারি থেকে বারবার একই প্রশ্ন ভেসে ওঠে। বা হাত তুলে না বলেন প্রাক্তন অধিনায়ক। 

ম্যাচে সিকিমের অনভিজ্ঞ বোলারদের পিটিয়ে ছাতু করেন রোহিত। লিস্ট এ ক্রিকেটে প্রত্যাবর্তনেই ধামাকা। প্রায় ২০,০০০ ভক্ত তাড়িয়ে তাড়িয়ে ইনিংস উপভোগ করে। ২৩৭ রান তাড়া করতে নেমে ৩০.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই। মিড উইকেটের ওপর দিয়ে পুল শটে নিজের মারকুটে ইনিংসের সূচনা করেন রোহিত। সিকিমের বোলিংয়ে কোনও ঝাঁঝ ছিল না। তার পূর্ণ ফায়দা তোলেন রোহিত। আগাগোড়া বিধ্বংসী ইনিংস। দু'বার জীবন ফিরে পান। কিন্তু তাতে আগ্রাসন কমেনি। রোহিতের সঙ্গে মাঠ ভাগ করে নিতে পেরে উচ্ছ্বসিত সিকিমের অধিনায়ক। লে ইয়ং লেপচা বলেন, 'আমাদের জীবনের সেরা দিন। এমন মহান ক্রিকেটারের সঙ্গে মাঠ ভাগ করে নিতে পেরে আমরা উচ্ছ্বসিত। ভাল বল সামলে, বাজে বলে মেরেছে। মাঝেমধ্যে নিজের সঙ্গেই কথা বলেন। বলেন, এটা ভাল বল ছিল। আমার অন্যদিকে শট মারা উচিত ছিল।' দুটো বড় পার্টনারশিপে যুক্ত ছিলেন রোহিত। অঙ্গকৃষ রঘুবংশির সঙ্গে ওপেনিং জুটিতে ১৪১ রান যোগ করেন। দ্বিতীয় উইকেটে মুশির খানের সঙ্গে ৭৫ রান যোগ করেন। একই দিনে শতরান করেন বিরাট কোহলিও। ঘরোয়া ক্রিকেটে দুই মহাতারকার প্রত্যাবর্তন উল্লেখযোগ্য হয়ে থাকল।