আজকাল ওয়েবডেস্ক: বক্সিং ডে টেস্ট শুরু হতে ২৪ ঘন্টাও বাকি নেই। কিন্তু এখনও দল ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। সচরাচর এমন খুব কমই হয়। রহস্য উদঘাটন করলেন অস্থায়ী অধিনায়ক স্টিভ স্মিথ। তিনি জানান, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের চরিত্র বোঝার পরই প্রথম একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় নির্বাচকরা। গতি এবং বাউন্সে ভরা উইকেটে অল পেস অ্যাটক নির্ভর দল গড়বে অস্ট্রেলিয়া। এই বিষয়ে কোনও সন্দেহ না থাকলেও, স্মিথ জানান, শুক্রবার শেষ মুহূর্তে উইকেট পর্যবেক্ষণের পর বোলিং কম্বিনেশন ঠিক করা হবে। দুটো বোলিং স্পটের জন্য লড়াই ব্রেন্ডন ডগেট, মাইকেল নেসের এবং রাই রিচার্ডসনের মধ্যে। 

স্মিথ বলেন, 'আমরা শেষ মিনিট পর্যন্ত উইকেট পর্যবেক্ষণ করতে চাই। ১০ এমএম ঘাস রয়েছে উইকেটে। সবুজ উইকেট। উইকেট থেকে সুবিধা পাবে পেসাররা। বিশেষ করে প্রথম দিন। পরিবেশ ঠাণ্ডা, মেঘাচ্ছন্ন আকাশ। ন্যাথান থাকলেও আমরা এই নিয়ে আলোচনা করতাম। টড মার্ফির দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন উঠছে না।' স্মিথ স্পষ্ট জানান, পরিবেশ এবং পরিস্থিতি পেসারদের সাহায্য করবে। তাই কোনও স্পিনার ছাড়া দল গড়তে চাইছে অস্ট্রেলিয়া। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে প্যাট কামিন্সকে। লিঁওর হ্যামস্ট্রিংয়ে চোট তাঁকে বাকি সিরিজ থেকে ছিটকে দিয়েছে। কানের সমস্যার জন্য আগের টেস্টে না খেললেও তৃতীয় টেস্টে অধিনায়কের ভূমিকায় দেখা যাবে স্মিথকে।

নিজেকে ফিট বলে দাবি করেন অস্ট্রেলিয়ার অস্থায়ী অধিনায়ক। স্মিথ বলেন, 'আগের টেস্টে না খেলা লজ্জার। আমি হোটেলে বসে ম্যাচটা দেখেছি। আমি মাঠে থাকতে পারলে ভাল হত। তবে সেই সময় সেটা সঠিক সিদ্ধান্ত ছিল। স্মিথের প্রত্যাবর্তনে ব্যাটিং অর্ডারে পরিবর্তন হবে। পাঁচ নম্বরে খেলবেন উসমান খোয়াজা। তৃতীয় টেস্টে ম্যাচ জেতানো শতরানের পর ছয় নম্বর স্থান ধরে রাখবেন অ্যালেক্স ক্যারি। সাত নম্বরে ব্যাট করবেন ক্যামেরুন গ্রিন। তবে ব্যাটিং নয়, বোলিং নিয়েই চর্চা চলছে। লাল বলের ক্রিকেটে অভিষেক হতে চলেছে নাসেরের। চার বছর পর টেস্টে ফিরতে চলেছেন রিচার্ডসন।‌ যা নিয়ে উত্তেজিত অজি অধিনায়ক। সিরিজ ৩-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া। স্মিথ জানান, স্কোরবোর্ড‌ নয়, পরিবেশ এবং পরিস্থিতির বিচারে দল গড়া হবে। সুতরাং, চতুর্থ টেস্টে আগের পারফরম্যান্সে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে না। মূলত এমসিজির উইকেটের চরিত্র বুঝে প্রথম একাদশ বাছবে অস্ট্রেলিয়া।