আজকাল ওয়েবডেস্ক: বছর শেষে নাটক। নতুন বছরে নেই খেলরত্ন পুরস্কার। অর্জুন পুরস্কারের তালিকায়ও নেই কোনও ক্রীড়াবিদের নাম। দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে ক্রীড়াক্ষেত্রে দেশের দুই সেরা পুরস্কার নিয়ে বৈঠকের আগেই বিজয়ীদের নাম প্রকাশ্যে চলে আসে। একটি সর্বভারতীয় সংবাদসংস্থা জানায়, তালিকা আগাম প্রকাশ হওয়ায় বৈঠকে এই নিয়ে ঝড় ওঠে। শুরু হয় নাটক। জানা গিয়েছে, খেলরত্ন পুরস্কারের ক্ষেত্রে মেয়েদের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানার নাম আলোচনায় ওঠে। একই সঙ্গে হকি তারকা হার্দিক সিংয়ের নাম নিয়েও আলোচনা হয়। কিন্তু শেষপর্যন্ত কমিটি ঠিক করে, এইবছর কাউকে খেলরত্ন পুরস্কার দেওয়া হবে না।
ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার খেলরত্ন পুরস্কার কাউকে দেওয়া হবে না। ১৯৯১ সালে প্রথম খেলরত্ন পুরস্কার পান বিশ্বনাথন আনন্দ। এরপর থেকে প্রতি বছর কোনও ক্রীড়াবিদকে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মানে ভূষিত করা হয়। ২০০৮ এবং ২০১৪ সালে কাউকে খেলরত্ন পুরস্কার দেওয়া হয়নি। কারণ বৈঠকে সম্মিলিতভাবে একটি নাম ঠিক করতে পারেনি কমিটির সদস্যরা। আরও একটি আশ্চর্যজনক বিষয় হল, এই নিয়ে পরপর দু'বছর অর্জুন পুরস্কারের জন্য কোনও ক্রিকেটারের নাম মনোনীত করা হয়নি।
ক্রিকেটারদের মধ্যে ১৯৯৭-৯৮ সালে প্রথম খেলরত্ন পুরস্কার পান শচীন তেন্ডুলকর। এরপর পান এমএস ধোনি (২০০৭), বিরাট কোহলি (২০১৮) এবং রোহিত শর্মা (২০১৯)। মহিলা ক্রিকেটারদের মধ্যে খেলরত্ন পান একমাত্র মিতালি রাজ (২০২১)। দেড় মাস আগেই বিশ্বকাপ জেতে ভারতের মেয়েরা। তাসত্ত্বেও হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের দেশের সেরা সম্মান দেওয়ার কথা ভাবা হয়নি। আলোচনা হলেও, শেষপর্যন্ত এবছর খেলরত্ন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যা নিয়ে অবাক হওয়ার পাশাপাশি অনেকেই বিস্মিত। মনে করা হচ্ছে, এবছর বিশ্বকাপজয়ী মহিলা দলের কোনও ক্রিকেটারকে দেশের সেরা সম্মানে ভূষিত করা উচিত ছিল।
অর্জুন পুরস্কারের প্রস্তাবিত তালিকা:
তেজস্বীন শঙ্কর (অ্যাথলেটিক্স), প্রিয়াঙ্কা (অ্যাথলেটিক্স), মহম্মদ আফজাল (অ্যাথলেটিক্স), ত্রিসা জলি (ব্যাডমিন্টন), গায়ত্রী গোপীচাঁদ (ব্যাডমিন্টন), নরেন্দ্র (বক্সিং), বিদিত গুজরাটি (দাবা), দিব্য দেশমুখ (দাবা), ধনুশ শ্রীকান্ত (প্রতিবন্ধীদের শুটিং), প্রনীতি নায়ক (জিমন্যাস্টিক), রাজ কুমার পাল (হকি), লালরেমসিয়ামি (হকি), পূজা (কবাডি), সুরজিৎ (কবাডি), নির্মলা ভাটি (খো খো), রুদ্রাংশ খান্ডেলওয়াল (প্যারা শুটিং), একতা ভয়ান (প্যারা অ্যাথলেটিক্স), পদ্মনাভ সিং (পোলো), অরবিন্দ সিং (রোয়িং), অখিল শিওরান (শুটিং), মেহুলি ঘোষ (শুটিং), সুতীর্থা মুখার্জি (টেবিল টেনিস), সোনাম মালিক (কুস্তি), আরতি (যোগ ব্যায়াম)।
