দর্শক ধরে রাখতে না পেরে অকাল-বিদায়! ২০২৫-এ বন্ধ হল কোন কোন ধারাবাহিক
নিজস্ব সংবাদদাতা
২৫ ডিসেম্বর ২০২৫ ১৩ : ৪২
শেয়ার করুন
1
6
বিনোদনের নতুন জানলা খুলে দিয়েছে ২০২৫। ছোটপর্দায় লেগেছে নানা রং। ধারাবাহিকের আঙিনায় যেমন ছিল নতুনত্বের প্রবেশ, তেমনই ছিল অকাল-বিদায়ের সুর। বেশ কিছু ধারাবাহিক খুব অল্প সময়েই শেষ হয়ে গিয়েছে। কোনওটা জনপ্রিয়তার অভাবে, কোনওটা আবার চ্যানেল বন্ধের কারণে। এক ঝলকে দেখে নেওয়া যাক সেই তালিকা।
2
6
বুলেট সরোজিনি: চলতি বছরের ৫ মে থেকে স্টার জলসায় শুরু হয় ‘বুলেট সরোজিনী’। মাস তিনেক চলে বন্ধ হয়ে যায় এই ধারাবাহিক। টিআরপি তালিকা হোক বা দর্শকের মন, কোথাও সেভাবে ছাপ ফেলতে পারেনি এই ধারাবাহিক।
3
6
মিত্তির বাড়ি: এক বছর সম্পূর্ণ হওয়ার আগেই শেষ হয়ে গেল জি বাংলার ধারাবাহিক 'মিত্তির বাড়ি'। এই ধারাবাহিকের মাধ্যমেই আবার ছোটপর্দায় ফিরেছিলেন অভিনেতা আদৃত রায়। তবে প্রথম থেকেই এই ধারাবাহিকের ক্ষেত্রে আশানুরূপ ফল পাওয়া যায়নি টিআরপি তালিকায়। 'মিঠাই'-এর পর আদৃত রায়কে নিয়ে যতটা আশা করা হয়েছিল, তার কিছুই যেন হল না এই ধারাবাহিকে।
4
6
এসআইটি বেঙ্গল: বন্ধ হওয়ার পথে জি বাংলা সোনার। যার ফলে সেই চ্যানেলের ধারাবাহিকগুলিও শেষ হতে চলেছে। সেগুলির মধ্যে অন্যতম ছিল এসআইটি বেঙ্গল। মাত্র তিন মাসেই সফর শেষ এই ধারাবাহিকের।
5
6
পুতুল টিটিপি: মাত্র ১০ মাস পেরতেই শেষ হয়েছে সান বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘পুতুল টিটিপি’। প্রথমে সময় বদলায় এই ধারাবাহিকের, এরপর হঠাৎ করেই বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শুরু থেকেই টিআরপি তালিকায় বেশ ভাল জায়গা করে নিয়েছিল ‘পুতুল টিটিপি’। তবু সাফল্যের দৌড় দীর্ঘ হল না।
6
6
শোলক সারি: বছরের শুরুর দিকে শুরু হয়েছিল সান বাংলার ধারাবাহিক ‘শোলক সারি’। তবে টিআরপি তালিকায় জায়গা করতে পারেনি। মাত্র ন’মাসেই বন্ধ করে দিতে হয় এই ধারাবাহিক।