আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছেন রোহিত শর্মা। আইপিএলের পর থেকে কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি হিটম্যান। কিন্তু নিজেকে ব্যস্ত রেখেছেন একদিনের ক্রিকেটে ভারত অধিনায়ক। প্রত্যাবর্তনের আগে ওজন ঝরানোর আপ্রাণ চেষ্টা করছেন। রোহিতের সঙ্গে ভাল সম্পর্ক টিম ইন্ডিয়ার প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ারের। আগে বেশ কয়েকবার প্র্যাকটিসের জন্য তাঁর সাহায্য নেন ভারতীয় তারকা। রোহিতের সঙ্গে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিষেক। জানান, ১০ কেজি ওজন কমিয়েছেন হিটম্যান। সেই ছবি দেখলে রোহিতকে চেনাই যাবে না। ইনস্টাতে অভিষেক লেখেন, '১০০০০ গ্রাম পরে। আমরা আরও চেষ্টা করব।' পোস্টে রোহিতকে ট্যাগ করেন অভিষেক। 

পোস্ট করা ফটোতে ভিকট্রি দেখাচ্ছেন রোহিত। তার দিকে আঙুল তুলে আছেন অভিষেক। বোঝাই যাচ্ছে কঠিন টেনিংয়ের মধ্যে আছেন। জুনের শুরু থেকে ক্রিকেটের মধ্যে নেই রোহিত। টেস্ট এবং টি-২০ থেকে অবসর নিয়েছেন। কিন্তু নিজেকে ফিট রাখার আপ্রাণ চেষ্টা করছেন। বরং, আগের তুলনায় অনেকটাই ওজন ঝরিয়েছেন। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। ৩৮ বছরে রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন আছে। ২০২৭ বিশ্বকাপে তিনি আদৌ খেলতে পারবেন কিনা সেই নিয়ে সন্দেহ আছে। তবে বছরের শুরুতে অবসরের প্রসঙ্গ উড়িয়ে দেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর স্পষ্ট জানিয়ে দেন, একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে সর্বোচ্চ রান ছিল ভারত অধিনায়কের। ৭৬ রান করে ম্যাচের সেরা হন। আইসিসি একদিনের ক্রিকেটে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। একনম্বরে শুভমন গিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ফিরবেন বিরাট কোহলিও।  

কয়েকদিন আগে নিজের সর্বকালের সেরাদের তালিকা জানান সঞ্জয় মঞ্জরেকর। সর্বকালের সেরা ব্যাটারদের তালিকায় রাখেননি রোহিত শর্মাকে। তাঁর সর্বকালের সেরাদের তালিকায় রয়েছেন সুনীল গাভাসকর, শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলি। কিন্তু ভারতের প্রাক্তন তারকার মতে, রোহিত তাঁর তালিকায় জায়গা পাবে না। এই প্রসঙ্গে সঞ্জয় মঞ্জরেকর বলেন, 'রোহিত শর্মা বর্বকালের সেরা ব্যাটারদের তালিকায় জায়গা পাবে না। কারণ আমরা গাভাসকর, তেন্ডুলকর, দ্রাবিড় এবং বিরাটদের মতো কিংবদন্তিদের কথা বলছি। রোহিত সেই জায়গায় পৌঁছয় না।' রোহিতকে সেরাদের তালিকায় না রাখলেও, তাঁর আত্মত্যাগের উল্লেখ করেন। তিনি মনে করেন, একদিনের ক্রিকেট, আত্মত্যাগ এবং নেতৃত্বের কথা ভাবলে, চোখ বন্ধ করে হিটম্যানের মুখ ভেসে উঠবে। ৫০ ওভারের বিশ্বকাপে রোহিত সম্পূর্ণ এক ভিন্ন ব্যক্তি। একদিনের বিশ্বকাপে তাঁর মতো ভয়ঙ্কর ক্রিকেটার নেই। বিশ্বকাপের ইতিহাসে ভারতীয়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রান তাঁর। সার্বিকভাবে চতুর্থ স্থানে আছেন। ২৮ ম্যাচে ১৫৭৫ রান। গড় ৬০.৫৭। সর্বোচ্চ রান ১৪০। একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি শতরান রোহিতের। ইউকেতে ২০১৯ বিশ্বকাপে পাঁচটি শতরান করেন। ৯ ম্যাচে ৬৪৮ রান করেন। গড় ৮১। ঘরের মাঠে দ্বিতীয় বিশ্বকাপেও ধারাবাহিকতা বজায় রাখেন। দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। ১১ ম্যাচে ৫৯৭ রান করেন। গড় ৫৪.২৭। স্ট্রাইক রেট ১২৫। একটি শতরান এবং তিনটে অর্ধশতরান করেন।