আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেটের জন্য রোহিত শর্মাকে ভালবাসেন দুনিয়ার অসংখ্য ভক্ত। বলা ভুল হল, তাঁর ক্রিকেটের সঙ্গে যোগ হয়েছে মানবিক গুণ, যা হিটম্যানকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে মানুষের কাছে। করে তুলেছে ভালবাসার মানুষ। বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে এক খুদে ভক্ত রোহিতের পা ছুঁয়ে শ্রদ্ধা প্রদর্শন করতে যান। রোহিত সেই ভক্তকে নিবৃত্ত করেন। কাছে টেনে নেন তাঁকে। রোহিত ও সেই ভক্তের ভিডিও ভাইরাল হয়েছে। অসংখ্য মানুষের হৃদয় জিতে নেন রোহিত।
বিজয় হাজারে ট্রফিতে নেমেই অন্য অবতারে ধরা দিয়েছেন রোহিত শর্মা। আট বছর বাদে রোহিত বিজয় হাজারে ট্রফি খেলতে নামেন। নেমেই ৬২ বলে সেঞ্চুরি করেন।
হিটম্যানকে দেখার জন্য সোয়াই মান সিং স্টেডিয়াম লোকে লোকারণ্য ছিল। তাঁদের জন্য বিনোদনের মশলা নিয়ে হাজির হন রোহিত। সিকিমের বিরুদ্ধে খেলতে নেমে টি-টোয়েন্টির স্ট্রাইক রেট বজায় রাখেন রোহিত। ২৩৭ রান তাড়া করতে নেমে ফাস্ট বোলারকে যথেচ্ছ পুল, সুইপ মারেন রোহিত। শুরু থেকেই আক্রমণের রাস্তা নেন তিনি। ২৮ বলে পঞ্চাশ করেন। ওপেনিং জুটিতে রোহিত ও অঙ্গকৃষ রঘুবংশী ১৪১ রানের পার্টনারশিপ গড়েন ১১৮ বলে।
অঙ্গকৃষ ৩৮ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। লিস্ট এ ক্রিকেটে এটাই রোহিতের ৩৭-তম সেঞ্চুরি। ৯১ বলে ১৫০ রান করেন হিটম্যান। ২০১৮ সালে শেষবার রোহিত বিহারের বিরুদ্ধে বিজয় হাজারের সেমিফাইনালে খেলেছিলেন। আগামী বছরের ১১ জানুয়ারি থেকে শুরু হবে ভারত-নিউ জিল্যান্ড সিরিজ। তার আগে বিজয় হাজারে খেলে রোহিত নিজেকে তৈরি রাখছেন। রোহিত মারমুখী ইনিংস খেলার ফলে সিকিমের দেওয়া ২৩৭ রানের টার্গেট খুব সহজেই অতিক্রম করে যায় মুম্বই। শেষ পর্যন্ত রোহিত ৯৪ বলে ১৫৫ রান করে আউট হন।
এই শতরান অন্য দিক থেকেও উল্লেখযোগ্য। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সিনিয়র ক্রিকেটারদের ঘরোয়া টুর্নামেন্ট খেলার উপরে জোর দিচ্ছে। রোহিতের মতো চ্যাম্পিয়ন ক্রিকেটারের বিজয় হাজারে-তে খেলা টুর্নামেন্টের গুরুত্ব বাড়িয়েছে। হিটম্যানের দুর্দান্ত ১৫৫ রানের ইনিংস নির্বাচকদের কাছে এই বার্তা দিচ্ছে যে তিনি পঞ্চাশ ওভারের ফরম্যাটে দারুণ ছন্দে রয়েছেন। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের এখনও ঢের দেরি। তার আগে কিন্তু রোহিত-রোশনাই ছড়াচ্ছেন।
