আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতির সময় তারকারা যদি ঘরোয়া ক্রিকেটে মন দেন সেক্ষেত্রে দেশের ক্রিকেটের উন্নতি হবে। বারবার এই কথা বলে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সদ্য বিজয় হাজারে ট্রফিতে খেলতে দেখা গিয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকাদের। তারপরেই অন্ধ্রপ্রেদেশের এক ক্রিকেটারের পোস্টে উঠে এসেছে এক নতুন প্রশ্ন।
অন্ধ্র প্রদেশের এক তরুণ ফাস্ট বোলার ইনস্টাগ্রামে এমনই এক পোস্ট শেয়ার করেন যা মন জিতে নিয়েছে সকলের। তারপরেই প্রশ্ন উঠেছে ঘরোয়া ক্রিকেটের গুরত্ব বাড়াতেই কি তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ড দেশের হয়ে খেলা ক্রিকেটারদের ঘরোয়া প্রতিযোগিতায় খেলার জন্য উৎসাহিত করছে?
অন্ধ্রপ্রদেশের ক্রিকেটারের প্রশ্নে কী এমন লেখা ছিল? অন্ধ্রপ্রদেশ ক্রিকেট দলের সদস্য বি. বিনয় কুমার স্বীকার করেছেন, তিনি কখনও ভাবেননি যে বাস্তবে একদিন বিরাট কোহলির সঙ্গে দেখা হতে পারে।
কিন্তু সেই স্বপ্নই বাস্তব হয়ে ওঠে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত বিজয় হাজারে ট্রফির ম্যাচে। বিনয় কুমার তাঁর ‘ক্রিকেটের ঈশ্বর’-এর সঙ্গে দেখা হওয়ার অনুভূতিকে বর্ণনা করতে গিয়ে জানান, চাপের মুখে রান তাড়া করার ক্ষেত্রে খুব কাছ থেকে বিরাট কোহলির শতরান দেখা তাঁর কাছে ছিল একেবারেই অবাস্তবের মতো।
যদিও তিনি অন্ধ্রর প্রথম একাদশে সুযোগ পাননি, তবুও মাঠের ধারে বসে কোহলির অনবদ্য ইনিংস প্রত্যক্ষ করার সৌভাগ্য হয় তাঁর। ১৬ বছর পর ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে প্রত্যাবর্তন করেন বিরাট কোহলি।
বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে অনুষ্ঠিত বিজয় হাজারে ট্রফির উদ্বোধনী ম্যাচে ঋষভ পন্থের নেতৃত্বে দিল্লির হয়ে খেলেন তিনি।
কোহলির ১০১ বলে ১৩১ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে দিল্লি মাত্র ৩৭.৪ ওভারে ৩০০ রানের লক্ষ্য অনায়াসে তাড়া করে জয় তুলে নেয়।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Vinay Kumar (@b_vinaykumar05)
ম্যাচ শেষে ইনস্টাগ্রামে কোহলির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে বিনয় কুমার লেখেন, ‘বছরের পর বছর ধরে এই মানুষটিকে কাছ থেকে দেখার স্বপ্ন দেখেছি। কখনও সুযোগ আসেনি। তারপর হঠাৎ বিজয় হাজারে ট্রফিতে সেই সুযোগটা চলে এল। এত কাছ থেকে অসাধারণ শতরান দেখা, প্রতিটা শটের শক্তি অনুভব করা, সবই ছিল স্বপ্নের মতো। কোনও দিন ভাবিনি এমন মুহূর্ত আমার জীবনে আসবে। এই স্মৃতি আজীবন মনে থাকবে। সত্যিই এক অবিস্মরণীয় দিন।’
তিনি আরও কিছু ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায়, কোহলি ব্যাট করার সময় তিনি মাঠে পানীয় ড্রিঙ্কস নিয়ে যাচ্ছেন। আর একটি ছবিতে দেখা যায়, বিরাট কোহলি তাঁর শার্টে অটোগ্রাফ দিচ্ছেন।
দিল্লি আগামী শুক্রবার গুজরাটের বিরুদ্ধে একই ভেন্যুতে খেলবে এবং সেই ম্যাচেও কোহলির খেলার সম্ভাবনা রয়েছে। ভারতীয় ক্রিকেটারদের জন্য ঘরোয়া ক্রিকেটে খেলা বাধ্যতামূলক করার সিদ্ধান্তে বিসিসিআই নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
চলতি বছরের শুরুতেই বিরাট কোহলি এবং রোহিত শর্মা দু’জনেই রঞ্জি ট্রফিতে অংশ নিয়ে ঘরোয়া ক্রিকেটের গুরুত্বের বার্তা দিয়েছিলেন। বুধবার কোহলি তাঁর বিজয় হাজারেতে প্রত্যাবর্তনের ম্যাচে নিখুঁত টাইমিং, সৌন্দর্য এবং কর্তৃত্বে ভরা এক শতরান উপহার দেন।
ম্যাচটি টেলিভিশনে দেখানো না হলে পরে বিসিসিআই কোহলির শতরানের একটি ভিডিও ক্লিপ আপলোড করে। তা দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
বিশেষ করে কভারের ওপর দিয়ে মারা একটি রাজকীয় ছক্কা দর্শকদের মুগ্ধ করে। তাঁর ইনিংসে ছিল তিনটি ছয় এবং ১৪টি চার। অক্টোবর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার পর কোহলি দুর্দান্ত ফর্মে রয়েছেন।
শেষ পাঁচটি লিস্ট-এ ম্যাচে তিনি তিনটি শতরান করেছেন। সদ্য সমাপ্ত ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে দুটি শতরান সহ তিন ম্যাচে ৩০২ রান করে ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ হন তিনি। দুর্দান্ত ফিটনেস ও ফর্মের জোরে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপেই এখন তাঁর নজর।